মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

ঘুষের রেট ঠিক করে দেওয়া এসিল্যান্ডের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক

জমির নামজারি করতে সরকারি ফি ১ হাজার ১৭০ টাকা। কিন্তু পিরোজপুর জেলার নাজিরপুরের এসিল্যান্ড নামজারির জন্য ঘুষসহ ৬ হাজার টাকা রেট ঠিক করে দিয়েছিলেন। বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে জেলা প্রশাসন থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযুক্ত সেই এসিল্যান্ডের বিরুদ্ধে দ্রুততম সময়ে ব্যবস্থা নিতে তদন্ত কমিটিকে বৃহস্পতিবারের মধ্যে তদন্ত রিপোর্ট পাঠাতে নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন অনুবিভাগ।

জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আমিন উল আহসান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, মন্ত্রিপরিষদ সচিব আমাদের দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছেন। মাঠ প্রশাসনে আমরা জানিয়ে দিয়েছি তদন্ত রিপোর্ট দ্রুত পাঠাতে; সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। জানা গেছে, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাদের সঙ্গে এক সভায় নাজিরপুরের সহকারী কমিশনার (ভূমি) নামজারির খরচ বাবদ ৬ হাজার টাকা বেঁধে দিয়ে নির্দেশনামূলক বক্তব্য রাখেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে সেই বক্তব্য ভাইরাল হয়।

সর্বশেষ খবর