মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

শিল্পকলায় দ্বীপ

সাংস্কৃতিক প্রতিবেদক

শিল্পকলায় দ্বীপ

নাট্যতীর্থ শিল্পকলা একাডেমিতে মঞ্চায়ন করেছে তাদের তৃতীয় প্রযোজনার নাটক ‘দ্বীপ’। গতকাল সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হয় নাটকটি। উৎপল দত্ত রচিত এই নাটকটির নির্দেশনায় ছিলেন তপন হাফিজ। মানুষ কীভাবে আদর্শচ্যুত হয় এবং তাতে মানুষের দ্বারাই মানুষের কতবড় ক্ষতি হতে পারে কিংবা হয়- এ বিষয়টিই তুলে ধরা হয়েছে নাটকে। পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ তার তীক্ষè মেধা দিয়ে নিজেকে ছাড়া জগতের সবকিছুকেই ফাঁকি দিতে সক্ষম হয়। নাটকের তেমনি এক চরিত্র মিলন সরকার। সে একজন বাম রাজনৈতিক কর্মী, যার আদর্শ থেকে হঠাৎ বিচ্যুতি ঘটে এবং খবরের কাগজের মালিকের হুকুমে সে সাম্প্রদায়িক দাঙ্গায় আরও উসকানিমূলক তথ্য সরবরাহ করে। ফলে তার বিবেক তাকে তাড়িত করে নিয়ে আসে কাঠগড়ায়। যেখানে তার বিচারের সম্মুখীন হতে হয় তারই সহকর্মী জনার্দন মল্লিক, কপিল নাথ এবং ইউনুস মোহাম্মদকে। তারা তাকে বিভিন্ন বিষয়ে মার্কসবাদী ব্যাখ্যা দিয়ে বোঝানোর চেষ্টা করে যে, সে আদর্শ হতে বিচ্যুত হচ্ছে। একপর্যায়ে সে তার ভুল বুঝতে পারে। যখন সে বুঝতে পারে যে, তার এই আদর্শচ্যুতের কারণে তারই হবু সহধর্মিণী বিপদাপন্ন হতে পারে। তখন সে আবার তার আদর্শে ফিরে আসে। এভাবে বিন্যস্ত হয়েছে নাটকটির কাহিনি।

নাটকটি নিয়ে নির্দেশক তপন হাফিজ বলেন, আমাদের তৃতীয় প্রযোজনা ‘দ্বীপ’ যখন প্রথম মঞ্চে আসে তখন সারা পৃথিবী এক ক্রান্তিকাল পার করছিল। কেন এই ক্রান্তিকাল, কেন এত অস্থিরতা, কেন এত অরাজকতা, কেন এত অসাধুতা- এসব কারণের সমাধান খুঁজতে গিয়ে আমি উপলব্ধি করেছি যে, এর একমাত্র প্রধান কারণ হচ্ছে পৃথিবীর মানুষ কেবলই আদর্শচ্যুত হয়ে যাচ্ছে। আর তাই আমি উৎপল দত্তের ‘দ্বীপ’ নাটকটি একেবারেই সমসাময়িক বলে মনে করেছি। এই নাটকটি নির্দেশনা দিতে গিয়ে নাট্যকারের একটি ভাবনা আমাকে ভীষণভাবে তাড়িত করেছে। তা হলো- পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ তার তীক্ষè মেধা দিয়ে পৃথিবীর সব কিছুকে ফাঁকি দিতে সক্ষম হয় কিন্তু নিজেকে ব্যতীত। জানি না আমার এই ক্ষুদ্র মেধায় উৎপল দত্তকে কতটুকু ধারণ করতে পেরেছি। একটুও যদি ধারণ করে থাকি, তবে আমি এবং নাট্য তীর্থের পরিশ্রম সফল হবে বলে আমার বিশ্বাস। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তপন হাফিজ, মোনালিসা মোনা, শামসুর রহমান পেরু, মারুফ তমাল, সোলাইমান সেলিম, আমিরুল ইসলাম শুভ প্রমুখ। অন্যদিকে একই সময়ে জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হয় আরণ্যক প্রযোজিত নাটক ‘কহে ফেসবুক’।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর