মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা
শ্রমিক অসন্তোষ

বুড়িমারী বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ পাঁচ দিন

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দরে সাধারণ শ্রমিকদের মধ্যে অসন্তোষের কারণে পাঁচ দিন ধরে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাক ও বাংলাদেশি ট্রাকে বুড়িমারী স্থলবন্দরে যানজট সৃষ্টি হয়েছে। ভারত থেকে মালামাল এলেও খালাস হচ্ছে না। বুড়িমারী স্থলবন্দর অচলাবস্থা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় লালমনিরহাট জেলা প্রশাসক পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন। গতকাল দুপুরে বুড়িমারী স্থলবন্দরে গিয়ে দেখা যায়, শত শত মালবোঝাই ট্রাক খালাসের অপেক্ষায় রয়েছে। স্থল বন্দরের ইয়ার্ড এবং মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। ১৩ সেপ্টেম্বর থেকে স্থলবন্দরের আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। শ্রমিকদের দাবি, মজুরির টাকা সর্দারের মাধ্যমে দিলে নেবেন না। সরাসরি লেবার হ্যান্ডেলিং ঠিকাদার বা প্রতিনিধির মাধ্যমে পরিশোধ করতে হবে। নইলে অনির্দিষ্টকালের জন্য পণ্য লোড-আনলোড কাজ বন্ধ থাকবে। এর আগে সঠিক মজুরি না দেওয়া, পারিশ্রমিকের কেটে নেওয়া টাকার হিসাব না দেওয়া, নির্বাচনের মাধ্যমে শ্রমিক সংগঠনের কমিটি গঠন না করে স্বজনপ্রীতিসহ নানা বৈষম্যের অভিযোগে শ্রমিক সরদারদের বিচার এবং পদত্যাগের দাবিতে একাধিকবার লোড-আনলোড বন্ধ রেখে মহাসড়ক অবরোধ ও ধর্মঘট করেন শ্রমিকরা।

শ্রমিক লীগ বুড়িমারী স্থলবন্দর শাখার সভাপতি সাজ্জাদ হোসেন বলেন, সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত শ্রমিকরা ট্রাক থেকে পণ্য খালাস করবেন না। এ ঘটনায় বৈঠক হলেও সমাধান হয়নি। এর আগে রবিবার সংকট নিরসনে জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি বিকাল থেকে সন্ধা ৭টা পর্যন্ত শ্রমিকদের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন। বুড়িমারী বন্দরের কাস্টমসের ডেপুটি কমিশনার আবদুল আলিম বলেন, শ্রমিক অসন্তোষের কারণে গতকাল ভারত থেকে ১১টি ট্রাক বাংলাদেশে প্রবেশ করেছে। আজকে একটিও ট্রাক প্রবেশ করেনি। বিষয়টি সমাধানের জন্য জেলা প্রশাসন কাজ করছে। আশা করি দ্রুত সমস্যার সমাধান হবে।

সর্বশেষ খবর