মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা
অষ্টম কলাম

ইউটিউব দেখে অস্ত্র তৈরি, ব্যবহার খুনে

পাবনা প্রতিনিধি

ইউটিউব দেখে অস্ত্র তৈরি, ব্যবহার খুনে

পাবনায় ইউটিউব দেখে আগ্নেয়াস্ত্র তৈরি করত একটি চক্র। সে অস্ত্র ব্যবহৃত হতো হত্যাকাণ্ড ও চাঁদাবাজিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে। পাশাপাশি চলত অস্ত্র ব্যবসা। এমন একটি চক্রকে গ্রেফতার করেছে পাবনা জেলা পুলিশ। ঈশ্বরদীর ছাত্রলীগ নেতা মনা হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতে গিয়ে এসব তথ্য পায় পুলিশ। ওই হত্যাকাণ্ডে জড়িত আসামিরাই মূলত এ চক্রের সদস্য। গতকাল দুপুরে নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব জানান পুলিশ সুপার আকবর আলী মুন্সী। আসামিদের গ্রেফতারের সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি ওয়ান শুটার গান, একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি প্রাইভেট কার ও আগ্নেয়াস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলো ঈশ্বরদী নতুন রূপপুরের ইউনুসের ছেলে মো. মানিক (৩৬), আতিয়ারের ছেলে চমন (৩৮), আজিজের ছেলে রাজিব (৩০), একই উপজেলার দিয়ার সাহাপুরের মহিদুলের ছেলে ফসিউল আলম অনিক (২৭) ও চরসাহাপুরের আখতার সরদারের ছেলে শাহিন সরদারসহ (২৮) মনা হত্যাকাণ্ড ও অস্ত্র তৈরি কাজে জড়িত ১২ জনকে গ্রেফতার করা হয়। পুলিশ সুপার আকবর আলী মুন্সী জানান, গত ১৭ জুন রাতে এলাকায় অধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে ঈশ্বরদীর লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের এমপি মার্কেটে গুলি করে ছাত্রলীগ নেতা মনাকে হত্যা করা হয়। এরপরই হত্যাকাণ্ডের মূলহোতা অনিককে গ্রেফতার করে পুলিশ। তার দেওয়া তথ্যে ও গোয়েন্দা তৎপরতায় পুলিশ অভিযান চালিয়ে মানিকসহ আরও নয় আসামিকে গ্রেফতার করে। এ সময় অনিক ও মানিকের ঈশ্বরদীর জিগাতলার ভাড়া বাসায় অভিযান চালালে আগ্নেয়াস্ত্র তৈরি কারখানার সন্ধান মেলে। যেখানে অত্যাধুনিক অস্ত্র তৈরি করা হতো। ওই অস্ত্রগুলো কিলিং মিশনে ব্যবহারের পাশাপাশি বিক্রিও করত।

সর্বশেষ খবর