মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

নিপাহ আতঙ্কে কেরালার কোঝিকোড় শহর

দীপক দেবনাথ, কলকাতা

ভারতের কেরালা রাজ্যের কোঝিকোড় শহরে নিপাহ ভাইরাসের ভয়ে স্কুল-কলেজসহ সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। জানা গেছে, নিপায় এই শহরে এ পর্যন্ত দুজন মারা গেছে। হাসপাতালে চিকিৎসাধীন আরও বেশ কয়েকজন মানুষ। এই ভাইরাসের উপসর্গ নিয়ে প্রতিদিনই হাসপাতালে ভিড় জমাচ্ছে মানুষ। বলা হচ্ছে, যারা মারা গেছে তাদের শরীরে নিপাহ ভাইরাসের ‘বাংলাদেশ ভ্যারিয়েন্ট’ পাওয়া গেছে। শহরটিতে অবস্থিত বেপোর সমুদ্রবন্দরে সব ধরনের কাজকর্ম বন্ধ রাখা হয়েছে। কর্তৃপক্ষ জানায়, বাংলাদেশ ভ্যারিয়েন্টে মৃত প্রথম ব্যক্তির ৯ বছর বয়সী পুত্র ও ২৪ বছর বয়সী তার শ্যালকের শরীরেও নিপাহ ভাইরাসের প্রমাণ মিলেছে। তারা উভয়ই হাসপাতালে চিকিৎসাধীন। তাদের সঙ্গেই হাসপাতালে চিকিৎসাধীন আরও দুই ব্যক্তি। সব মিলিয়ে অ্যাকটিভ কেস বা পজিটিভ কেসের সংখ্যা ৪। কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ বলেন ‘এখনো পর্যন্ত কোনো নতুন পজিটিভ কেস পাওয়া যায়নি। ৯৪ জন উচ্চ-ঝুঁঁকিপূর্ণ ব্যক্তির পরীক্ষা করা হলেও তার রিপোর্ট নেতিবাচক এসেছে- এটা আমাদের কাছে স্বস্তির কারণ।’ এই ভাইরাসে মারা যাওয়া প্রথম ব্যক্তি যেসব এলাকায় অবস্থান করেছিলেন বা ঘুরেছিলেন কোঝিকোড় সিটি মেয়র বীণা ফিলিপ এরই মধ্যে সেসব এলাকা ‘কন্টেইনমেন্ট জোন’ ঘোষণা করেছেন।

 

সর্বশেষ খবর