বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

ভোলায় জেলেদের জালে ইলিশ

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

ভোলায় জেলেদের জালে ইলিশ

দেরিতে হলেও ভোলার চরফ্যাশন মেঘনা, তেঁতুলিয়া নদী ও বঙ্গোপসাগরে রুপালি ইলিশ ধরা পড়ছে। ইলিশ ধরা পড়ায় মুখে হাসি ফুটেছে জেলেদের। মাছ ধরাকে কেন্দ্র করে জমে উঠেছে ইলিশের আড়তগুলো।

কিছুদিন থেকে ভোলার মেঘনা, তেঁতুলিয়া নদী ও সাগর মোহনায় আশানুরূপ ইলিশ ধরা পড়ছে। আরও মাস খানেক এ অবস্থা থাকলে জেলেদের বিদ্যমান সংকট কেটে যাবে। অনেকেই এনজিও এবং আড়তদারের কাছ থেকে ঋণ ও দাদন নিয়ে ইলিশ ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এভাবে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়লে ঋণ মিটিয়ে দিতে পারবেন জেলেরা। সামরাজের জেলেরা জানান, এক মাস ধরে যে পরিমাণ ইলিশ ধরা পড়েছে তাতে ক্ষতি কাটিয়ে লাভবান হওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। সাগরে মাছ বেশি ধরা পড়লেও সিন্ডিকেট করা আড়তে দাম কম। তবে খুচরা পর্যায়ে ভোক্তাদের বেশি দামে ইলিশ কিনতে হচ্ছে। জেলেরা মহাজনদের সিন্ডিকেটের কাছে জিম্মি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর