বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি আরও ৩ হাজার রোগী

নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি আরও ৩ হাজার রোগী

দেশে প্রতিদিন বাড়ছে ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগী। গতকাল আরও ৩ হাজার ২৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে মারা গেছেন ৭ জন। এ বছর ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৮৪৬ জন।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা যায়, গতকাল ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ হাজার ২৭ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৮৪৯ জন ও ঢাকার বাইরের ২ হাজার ১৭৮ জন। একই সময়ে মারা যাওয়া সাতজনের মধ্যে চারজন ঢাকার ও তিনজন ঢাকার বাইরের বাসিন্দা।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৭৩ হাজার ৭৯৫ জন। তাদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ৭৪ হাজার ৯৭৬ জন ও ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ৯৮ হাজার ৮১৯ জন ভর্তি হয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৪৬ জন। তাদের মধ্যে ঢাকার ৫৭৮ জন এবং ঢাকার বাইরের ২৬৮ জন। এ বছর ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৬২ হাজার ৮৪৭ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৭০ হাজার ৫৮৪ জন এবং ঢাকার বাইরের ৯২ হাজার ২৬৩ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ১০ হাজার ১০২ জন ডেঙ্গুরোগী। তাদের মধ্যে ঢাকায় ৩ হাজার ৮১৪ জন এবং ঢাকার বাইরে রয়েছেন ৬ হাজার ২৮৮ জন।

আমাদের নিজস্ব প্রতিবেদক, বরিশাল জানান, শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে শেরেবাংলা মেডিকেলে চলতি মৌসুমে ৫২ জনসহ বরিশাল বিভাগে ডেঙ্গুতে ৭৯ জন রোগীর মৃত্যু হয়েছে। গতকাল সব শেষ রিপোর্ট অনুযায়ী সোমবার বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন ১ হাজার ১৩৮ জন ডেঙ্গু রোগী। এর আগে রবিবার বিভাগে চিকিৎসাধীন ছিলেন ১ হাজার ১১৫ জন ডেঙ্গু রোগী।

 

 

সর্বশেষ খবর