বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

রাস্তার পাশে পরিত্যক্ত জমিতে মাচায় সবজি চাষ

দিনাজপুর প্রতিনিধি

রাস্তার পাশে পরিত্যক্ত জমিতে মাচায় সবজি চাষ

স্বল্প ব্যয়ে অনাবাদি পতিত, খাল, পানির ওপরে বা পরিত্যক্ত জমিতে সবজি চাষ করে লাভবান হওয়া যায় এবং অন্যদের এ চাষে উদ্বুদ্ধ করতে কৃষি বিভাগ পরিত্যক্ত জমিতে মাচা করে সবজি চাষ করে সবার দৃষ্টি কেড়েছে। নিজস্ব উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে মাচার ওপরে সবজি চাষ করেছে দিনাজপুরের বিরল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর। সড়কের পাশে অনাবাদি খাল ও পতিত জমিতে বিশেষ কৌশলে এ সবজি চাষ দেখতে আসছে কৃষকসহ অনেক উৎসুক মানুষ। বিরল-দিনাজপুর সড়কের ঢেলপীর তেঁতুলতোলা নামক স্থানে এবং ধুকুরঝাড়ী-দিনাজপুর সড়কের বাজনাহার নামক স্থানে সড়কের পাশে অনাবাদি পতিত জমিতে মাচা করে কৃষি অধিদফতর এ সবজি চাষ করেছে। সবজির মধ্যে রয়েছে- শিম, পটোল, ঝিঙ্গা, বরবটি ও লাউ। বিরল-দিনাজপুর ও ধুকুরঝাড়ী-দিনাজপুর সড়কে যাতায়াতে চোখে পড়বে এসব সবজি চাষ। স্বল্প ব্যয়ে তিনটি বাঁশের খুঁটি আড়াআড়িভাবে মাটিতে পুঁতে মাচা তৈরি করা হয়েছে। এরপর দড়ি দিয়ে খুঁটিগুলো শক্ত করে বেঁধে একটি বস্তায় কিছু সার মাটি ভরে ওই মাচার ওপরে দিয়ে বোনা হয়েছে বিভিন্ন সবজির বীজ। ফলনও ভালো হয়েছে। বিরল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাসান ইমাম জানান, কৃষকদের উৎসাহিত করার জন্য আমরা এ কৌশল গ্রহণ করেছি। আমরা চাই, বিরল উপজেলার যেন একটু মাটিরও পতিত পড়ে না থাকে। অনাবাদি পতিত, খাল, পানির ওপরে বা পরিত্যক্ত জমিতে এভাবে মাচা তৈরি করে বিভিন্ন সবজির আবাদ করা যায় এবং লাভবান হওয়া যায়। এসব সবজির উপকারভোগী কে হবেন জানতে চাওয়া হলে তিনি জানান, সবজির বাগানের সংলগ্ন জমির মালিক বা কৃষকরাই এ সবজিগুলোর উপকারভোগী। তারাই এ সবজিগুলো পাবে। আমরা শুধু পরামর্শ দিয়ে যাব।

সর্বশেষ খবর