বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা
এডিসি হারুনকাণ্ড

প্রতিবেদন জমা দিতে আরও সাত দিন সময় চায় তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শাহবাগ থানায় নিয়ে ছাত্রলীগের তিন নেতাকে মারধরের ঘটনা তদন্তে গঠিত কমিটি আরও সাত দিন সময় চেয়েছে। তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্ধারিত দিনে গতকাল তারা ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে সময় চেয়ে আবেদন করেন। আজ এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।

এদিকে তদন্ত কমিটি বারবার সময় চাওয়ায় বিচার পাওয়া নিয়ে সন্দিহান ছাত্রলীগ নেতারা। তারা বলছেন, হয়তো ঘটনায় জড়িত দুই পুলিশ কর্মকর্তা এডিসি হারুন-অর-রশীদ এবং এডিসি সানজিদা আফরিনকে রক্ষা করতেই কমিটি বারবার সময় চাচ্ছে। আর এরই মধ্যে কোনো ফাঁকফোকর খুঁজে বের করা হচ্ছে। আলোচিত এ ঘটনার তদন্ত প্রতিবেদন মঙ্গলবার জমা দেওয়া হবে বলে সোমবার নিশ্চিত করেছিল ডিএমপির গঠিত তদন্ত কমিটি। কমিটি জানিয়েছে, প্রথমে দুই কার্যদিবস এরপর আরও পাঁচ কার্যদিবস সময় পাওয়ার পর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল, শাহবাগ থানাসহ বেশ কিছু জায়গার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। বক্তব্য নেওয়া হয়েছে রাষ্ট্রপতির এপিএস মামুন, এডিসি হারুন ও সানজিদার। নির্যাতনের শিকার ছাত্রলীগ নেতারাও সাক্ষ্য দিয়েছেন। তদন্তের অংশ হিসেবে সবকিছুই করা হয়েছে। তারপরও কেন মঙ্গলবার প্রতিবেদন দাখিল করা সম্ভব হয়নি, তা জানতে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটির প্রধানসহ সদস্যদের কল করলেও তারা সঠিক কারণ নিশ্চিত করেননি। এমনকি কমিটির কেউ এ বিষয়ে কোনো ধরনের কথা বলতেই নারাজ। ডিএমপির যুগ্ম কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার জানান, তদন্ত কমিটি আরও সাত দিন সময় চেয়েছে। তবে তাদের সময় দেওয়া হবে কি না, দিলেও কত দিন দেওয়া হবে তা পুলিশ কমিশনার সিদ্ধান্ত দেবেন। বারবার কেন তদন্ত কমিটি সময় চাচ্ছে, এর কারণ কী? এমন প্রশ্নের উত্তর তিনি বলেন, সেটি তদন্ত কমিটিই ভালো বলতে পারবে।

 

সর্বশেষ খবর