বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

রাষ্ট্র আর রাষ্ট্র নেই : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্র এখন আর রাষ্ট্র নেই। রাষ্ট্র এখন পুরোপুরিভাবে একটা যন্ত্রণা, অত্যাচার, নির্যাতন, নিপীড়নের কারখানা হয়ে গেছে। তারা (সরকার) বাংলাদেশের আত্মাটাকেই ধ্বংস করে দিয়েছে। তিনি বলেন, একটা গণতান্ত্রিক রাষ্ট্র তখনই সফল হয়, যখন এটার তিনটা স্তম্ভই কাজ করতে পারে। সেখানে তিনটা স্তম্ভই বর্তমান সরকার দখল করে নিয়েছে। সারা দেশে বিচারের নামে অবিচার চলছে। এ থেকে মুক্তি পেতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সমগ্র জাতিকে রক্ষা করতে হবে।

গতকাল জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ডিইউজের একাংশের সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক খুরশীদ আলমের পরিচালনায় এতে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ ইবরাহিম, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, গণ সংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী, এম এ আজিজ, আবদুল হাই সিকদার, এম. আবদুল্লাহ, নুরুল আমিন রোকন, কামাল উদ্দিন সবুজ, ইলিয়াস খান, কাদের গনি চৌধুরী, মুরসালিন নোমানী, এলাহি নেওয়াজ খান সাজু প্রমুখ। অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী, রকিবুল ইসলাম বকুল, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, গণফোরাম নেতা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বিএফইউজের একাংশের সহসভাপতি মোদাব্বের হোসেন ও সহকারী মহাসচিব শফিউল আলম দোলন, এ বি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন। মির্জা ফখরুল বলেন, কয়েক দিন আগে ঈশ্বরদীতে ৩০ বছর আগের মামলায় ৯ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। সাবেক এমপি হাবিবকে ৭০ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ দেশনেত্রী খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় আছেন। তারেক রহমান নির্বাসনে থেকেও নেতৃত্ব দিচ্ছেন। সবাই মিলে আসুন দানবীয় সরকারকে বিদায় করে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করি।

সর্বশেষ খবর