শিরোনাম
শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের বগিভিত্তিক উপগ্রুপ সিক্সটি নাইন ও সিএফসির মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ছয়জন আহত হয়েছেন। গতকাল বিকাল সাড়ে ৪টায় শাহ আমানত ও শাহজালাল হলের সামনে সংঘর্ষের সূত্রপাত ঘটে। এতে উভয় গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়ায় ছয় ছাত্রলীগ কর্মী আহত হয়েছে। বিবদমান গ্রুপ সিক্সটি নাইন সাবেক সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন অনুসারী এবং সিএফসি (চুজ ফ্রেন্ড উইথ কেয়ার) উপগ্রুপ শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান নওফেলের অনুসারী হিসেবে পরিচিত। সিএফসি গ্রুপের নেতা মির্জা খবির সাদাফ বলেন, আকিব জাবেদ নামে সিক্সটি নাইনের এক কর্মী এর আগে আমাদের উপ-দফতর সম্পাদক রমযানকে কুপিয়ে জখম করে। আজকেও সে নেশা করে হলের সামনে উচ্ছৃঙ্খল আচরণ শুরু করলে আমাদের কর্মীরা বাধা দেয়। এতে সংঘর্ষ শুরু হয়। সিক্সটি নাইনের নেতা শাখা ছাত্রলীগের সভাপতি ইকবাল হোসেন টিপু বলেন, শুনেছি র‌্যাগ ডে নিয়ে জুনিয়রদের মধ্যে ঝামেলা হয়েছে। বিষয়টি দেখছি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূরুল আজিম সিকদার বলেন, ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। আমরা প্রক্টরিয়াল বডি স্পটে আছি এবং ব্যবস্থা নিয়েছি। বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের প্রধান মেডিকেল অফিসার আবু তৈয়ব বলেন, সংঘর্ষে আহত ৪ জনকে চট্টগ্রাম মেডিকেলে পাঠিয়েছি। দুজনকে এখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর