শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

প্রথম পর্যায়ে ৪৫ মেট্রিক টন ইলিশ গেল ভারতে

কলকাতা প্রতিনিধি

দুর্গাপূজার আগেই বাংলাদেশের পদ্মার রুপালি ইলিশ এসে পৌঁছেছে ভারতে। গতকাল বিকালের দিকে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার পেট্রাপোল স্থলসীমান্ত দিয়ে ৯টি ট্রাকে প্রথম পর্যায়ে প্রায় ৪৫ মেট্রিক টন পদ্মার ইলিশ বাংলাদেশ থেকে ভারতে পৌঁছাল। প্রতিটি ইলিশ ৮০০ গ্রাম থেকে দেড় কেজি ওজনের। পরবর্তীতে ধাপে ধাপে বাকি ইলিশ ভারতে পৌঁছবে।

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৩ হাজার ৯৫০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। ৭৯টি সংস্থা এই ইলিশ রপ্তানির ছাড়পত্র পেয়েছে। ৩০ অক্টোবর পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। দুর্গাপূজার মাত্র আর কয়েকটা দিন বাকি। ফলে উৎসবের আগেই রাজ্যে ইলিশ ঢোকায় খুশির হাওয়া বাঙালির মধ্যে। স্থলবন্দর থেকেই এই ইলিশ সড়কপথে চলে যাবে হাওড়ার পাইকারি মাছের বাজারে। সেখান থেকে আজ সকালের মধ্যেই কলকাতাসহ রাজ্যের বিভিন্ন প্রান্তের খুচরা বাজারে পৌঁছে যাবে এই ইলিশ। পেট্রাপোল কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট ফিরোজ ম ল বলেন, আজ (গতকাল) বঙ্গে প্রথম পদ্মার ইলিশ ঢুকল। এখন পর্যন্ত ৯টি গাড়ি এসেছে। প্রথম চালানে প্রায় ৪৫ টন মাছ এসেছে।

সর্বশেষ খবর