শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

যান্ত্রিক ত্রুটিতে ৪০ মিনিট দাঁড়িয়ে থাকল মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদক

‘যান্ত্রিক ত্রুটির’ কারণে রাজধানীর পল্লবী স্টেশনে প্রায় ৪০ মিনিট আটকে ছিল মেট্রোরেলের একটি কোচ। এর আগে কোচটি ট্র্যাকেই বন্ধ হয়ে যায়। পরে ধীরগতিতে পল্লবী স্টেশনে পৌঁছে প্রায় ৪০ মিনিট পর পুনরায় যাত্রা শুরু করে নির্ধারিত গন্তব্যে পৌঁছায়। গতকাল উত্তরা থেকে আগারগাঁওমুখী ট্রেনটি এই সমস্যায় পড়ে। মেট্রোরেলের যাত্রী রাশেদুর রহমান ও জাহরা আহসান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বিকাল ৪টা ৬ মিনিটের দিকে উত্তরা উত্তর থেকে যাত্রা শুরু করে। উত্তরা সেন্টার স্টেশনে এসে হঠাৎ কোচের ইঞ্জিনে সমস্যা তৈরি হলে ট্রেনটি দাঁড়িয়ে যায়। এরপর ধীরগতিতে ট্রেনটি পল্লবী স্টেশনে এসে দাঁড়িয়ে যায়। সেখানে প্রায় ৪০ মিনিট দাঁড়িয়ে থাকে মেট্রোরেল। সেখানে ৪টা ১০ মিনিটে ঘোষণা করা হয়, যাত্রা বিলম্বিত হবে। ৪টা ২৮ মিনিটের দিকে ফের ঘোষণা করা হয়, যান্ত্রিক ত্রুটির কারণে বিলম্ব হচ্ছে। ৪টা ৫৩ মিনিটে ট্রেনটি আবার যাত্রা শুরু করে। এ প্রসঙ্গে মেট্রোরেলের একজন পদস্থ কর্মকর্তা জানান, যান্ত্রিক ত্রুটির কারণে এটা হয়েছে। তবে দ্রুত সমাধান হয়ে যাওয়ায় ট্রেনটি আবার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছায়। এতে যাত্রীদের কিছুটা বিলম্ব হয়েছে। অনেকের কাজেরও ক্ষতি হয়েছে। ঘটনার শুরুতেই বগির ভেতরে বারবার সতর্ক করা হয়েছে এবং ধৈর্য ধরার জন্য স্বয়ংক্রিয় ব্যবস্থায় ঘোষণা করা হয়েছে। এ জন্য যাত্রীরা আতঙ্কিত না হয়ে ধৈর্য ধরে অপেক্ষা করেছেন।

সর্বশেষ খবর