শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চার মৃত্যু, আক্রান্ত ২১৫৩ জন

নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন ঢাকায় ও তিনজন ঢাকা সিটির বাইরে মারা গেছেন। এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২ হাজার ১৫৩ জন। গতকাল স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন মোট ৮৭৯ জন। এর মধ্যে ঢাকা সিটিতে ৫৯০ জন ও ঢাকার বাইরে ২৮৯ জন মারা গেছেন। চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৮১ হাজার ৮৫২ জন। দেশে ডেঙ্গুর বিস্তার শুরুর পর থেকে চলতি বছরেই সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে। ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৬১.১ ভাগ পুরুষ ও ৩৮.৯ ভাগ নারী। এ বছর সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে আগস্ট মাসে। এক মাসেই আক্রান্ত হন ৭১ হাজার ৯৭৬ জন। চলতি মাসের ২২ দিনে আক্রান্ত হয়েছেন ৫৮ হাজার ৪৪ জন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর