শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

অষ্টম শ্রেণি পাস সার্জন করতেন অস্ত্রোপচার!

নওগাঁ প্রতিনিধি

মনিরুল ইসলাম ওরফে স্বপনের শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পাস। খুলে বসেন সততা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোম নামের একটি চিকিৎসা প্রতিষ্ঠান। সেখানে দীর্ঘদিন ধরে মনিরুল নিজেই অন্তঃসত্ত্বা নারীদের অস্ত্রোপচার (সিজারিয়ান সেকশন বা সি-সেকশন) করতেন। বিষয়টি নজরে এলে গতকাল সকালে অভিযান চালিয়ে নওগাঁর সাপাহার উপজেলা সদরে গড়ে ওঠা ওই ক্লিনিক বন্ধ করে দেন প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় মনিরুল ইসলামকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তাকে ৬ হাজার টাকা জরিমানা অনদায়ে আরও সাত দিনের কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল মামুন অভিযান চালান। অভিযানে সাপাহার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রুহুল আমিন এবং সাপাহার থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। ইউএনও জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সকালে মনিরুলের ক্লিনিকে অভিযান চালানো হয়। অভিযানে গিয়ে জানা যায় ক্লিনিকটি অনুমোদন ছাড়াই চলছিল। বিধি অনুযায়ী ক্লিনিকে একজন সার্বক্ষণিক চিকিৎসক থাকার কথা থাকলেও সেখানে গিয়ে পাওয়া যায়নি।

জিজ্ঞাসাবাদে মনিরুল অস্ত্রোপচার অভিযোগের বিষয়টি আদালতের কাছে স্বীকার করলে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া ৬ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। এ ছাড়া অনুমোদন না থাকায় ক্লিনিকটি বন্ধ করে দেওয়া হয়। সাপাহার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রুহুল আমিন বলেন, মনিরুলের শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পাস। তার ডাক্তারি কোনো সনদ নেই।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর