রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

ঢাকা মাতালেন কোরীয় শিল্পীরা

সাংস্কৃতিক প্রতিবেদক

ঢাকা মাতালেন কোরীয় শিল্পীরা

শিল্পী আর্টজি গাইলেন ‘আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই’। কোরিয়ার বিখ্যাত এই গায়িকার কণ্ঠে বাংলাদেশের গানে দেশপ্রেমের উন্মাদনা তৈরি হয় গোটা মিলনায়তনে। বাংলাদেশের প্রতি সম্মান প্রদর্শনে কোরিয়ান শিল্পী আর্টজির এই গান অনন্য করে তোলে আয়োজনকে। এরপর কোরিয়ান নাচের উদ্দামতায় ঝড় উঠেছিল শিল্পকলা একাডেমিতে। দেশটির ফোক সংগীতের সঙ্গে সে দেশের নাচের মিশেল অনন্য করে তুলেছিল শরতের সন্ধ্যা। দেশটির নাচের দল আর্টজি অ্যান্ড লেমোনেড নাচের সঙ্গে শারীরিক কসরতে মুগ্ধতা ছড়ায় গোটা মিলনায়তনে। এমন দৃশ্য ছিল কোরিয়া-বাংলাদেশ বন্ধুত্বের ৫০ বছর পূর্তির অনুষ্ঠানে।

গতকাল রাতে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে অনুষ্ঠিত হয় ‘কোরিয়ান মিউজিক লাইভ কনসার্ট’ শিরোনামের এই আসর।

এতে পারফর্ম করে কোরিয়ার বিখ্যাত নাচের দল ই স্যাং, হং জোসহ দেশটির প্রথম শ্রেণির শিল্পীরা। এর আগে অনুষ্ঠানের শুরুতেই দলীয় নাচ ও দলীয় গানে অংশ নেয় বাংলাদেশের শিল্পীরা।

অনুষ্ঠানের শুরুতে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি ছিলেন কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়াং সিক। এ সময় বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

 

সর্বশেষ খবর