রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

ভাঙ্গার লোকালয়ে ঘুরে বেড়ায় হনুমান

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ভাঙ্গার লোকালয়ে ঘুরে বেড়ায় হনুমান

ভাঙ্গায় বেশ কিছুদিন ধরে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে একটি হনুমান। তাকে কখনো ঘরের চালের ওপর, কখনো গাছে, আবার কখনো রাস্তায় দেখা যায়। কখনো বা বাজারের দোকানেও বসে থাকতে দেখা যায়।

এলাকাবাসী জানায়, ভাঙ্গা অঞ্চলে আগে কখনো হনুমান ছিল না। হয়তো দলছুট হয়ে অথবা যশোর অঞ্চল থেকে কলা বা সবজির ট্রাকে হনুমানটি ভাঙ্গা এলাকায় চলে এসেছে। হনুমানটিকে কেউ কেউ কলা রুটি খেতে দেয়। আবার কেউ উপদ্রপ মনে করে। ভাঙ্গা বাজার সংলগ্ন ভাঙ্গা মহিলা কলেজ সড়কে আক্তার হোসেনের চায়ের দোকানের হনুমানটিকে অনেক সময় বেঞ্চে বসে থাকতে দেখা যায়। আক্তার হোসেন বলেন, হনুমানটি এসে মানুষের মতো আমার দোকানে বসে। সেদিন প্রায় দেড় ঘণ্টা বসেছিল। আমি পাউরুটি খেতে দিয়েছি। বসে বসে পাউরুটি খেয়েছে। তারপর চলে গেছে। ভাঙ্গার ঘারুয়া ইউনিয়নের ঘারুয়া গ্রামের কামরুল ইসলাম বলেন, হনুমানটি আমাদের বেশ বিরক্ত করছে। বাড়ির উঠানে কোনো কিছু রাখা যায় না। প্রায়ই সব নষ্ট করে ফেলে। ভাঙ্গা পৌরসভার ছিলাধরচর মহল্লার বাসিন্দা নুরুল হক বলেন, এ হনুমানটি প্রায়ই আামাদের এলাকায় ঘুরে বেড়ায়। গাছের ফলমূল নষ্ট করে। তারপরও আমরা কিছু বলি না।

সর্বশেষ খবর