রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

বাংলাদেশসহ ৩১ দেশকে রাশিয়ার মুদ্রা বাজারে লেনদেনের অনুমতি

কূটনৈতিক প্রতিবেদক

বাংলাদেশসহ ৩১টি দেশের ব্যাংক ও ব্রোকারেজকে রাশিয়ার মুদ্রা বাজারে লেনদেনের অনুমোদন দিয়েছে দেশটির সরকার। একই সঙ্গে লেনদেন করা যাবে ডেরিভেটিভস মার্কেটেও। ঢাকায় রুশ দূতাবাস এসব দেশকে ‘বন্ধুপ্রতিম ও নিরপেক্ষ’ বলে উল্লেখ করেছে।

গতকাল ঢাকায় রুশ দূতাবাস দেশটির সরকারের এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়ক ঘোষণায় দেশগুলোর নাম প্রকাশ করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশ ছাড়া অন্য দেশগুলো হলো- আর্মেনিয়া, আজারবাইজান, বেলারুশ, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, আলজেরিয়া, বাহরাইন, ব্রাজিল, ভেনিজুয়েলা, ভিয়েতনাম, মিসর, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, কাতার, চীন, কিউবা, মালয়েশিয়া, মরক্কো, মঙ্গোলিয়া, ওমান, পাকিস্তান, সৌদি আরব, সার্বিয়া, থাইল্যান্ড, তুরস্ক, দক্ষিণ আফ্রিকা ও সংযুক্ত আরব আমিরাত।

সর্বশেষ খবর