সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

রাজশাহীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পক্ষে বিপক্ষে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর আদালত চত্বরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের পক্ষে-বিপক্ষে বিক্ষোভ হয়েছে। প্রতিমন্ত্রীর বিপক্ষে বিক্ষোভ করেন বাঘা পৌরসভার মেয়র আক্কাস আলী ও তার সমর্থকরা। এ সময় তারা রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের নামে স্লোগান দিয়ে শাহরিয়ার আলমের বিপক্ষে বক্তব্য দেন। একই সময় পাল্টা বিক্ষোভ করেন শাহরিয়ার আলমের সমর্থকরা। তারা শাহরিয়ার আলমের পক্ষে স্লোগান দিতে থাকেন। দুই পক্ষের উত্তেজনার কারণে এ সময় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল আদালত চত্বরে। গতকাল দুপুর ১টায় এ ঘটনা ঘটে। বাঘা পৌরসভার মেয়র আক্কাস আলীসহ আওয়ামী লীগের নেতা-কর্মীরা আদালতে মামলার হাজিরা দিয়ে বের হওয়ার পর বিক্ষোভ মিছিল করেন। মেয়র আক্কাস আলী জানান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের নামে ৭টি মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করছেন। এরপর তারা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটনের নামে স্লোগান দিতে দিতে আদালত চত্বর ত্যাগ করেন।

শাহরিয়ার আলমের বিরুদ্ধে যখন আক্কাস আলীর নেতৃত্বে বিক্ষোভ চলছে, তখন পাল্টা বিক্ষোভ করেন তার সমর্থকরা। পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিপুল সংখ্যক সমর্থককে আদালত চত্বরে বিক্ষোভ করতে দেখা যায়। সরদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুজ্জামান মধু জানান, মেয়র আক্কাস আলী সব সময় নৌকার বিরুদ্ধে কাজ করেছেন। প্রতিমন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র করার প্রতিবাদে তারা বিক্ষোভ মিছিল করছেন। এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিরুদ্ধে আদালত চত্বরে বিক্ষোভ করায় বিকালে বাঘায় আক্কাস আলীর বিরুদ্ধে বিক্ষোভ করে উপজেলা আওয়ামী লীগ। মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সমাবেশে স্থানীয় নেতারা বক্তব্য দেন।

সর্বশেষ খবর