মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

ডেঙ্গু রোগী প্রায় ২ লাখ

মারা গেছেন ৯২৮ জন

নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গু রোগী প্রায় ২ লাখ

দেশে এ বছর ডেঙ্গুজ্বরে আক্রান্ত ও মৃত্যু রেকর্ড ছাড়িয়েছে। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯০ হাজার ৭৫৮ জন, মারা গেছেন ৯২৮ জন। গতকাল আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩৩ জন, মারা গেছেন ১৯ জন।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা যায়, গতকাল আক্রান্তদের মধ্যে ঢাকার বাসিন্দা ৮০১ জন ও ঢাকার বাইরের ২ হাজার ২৩২ জন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯০ হাজার ৫৮১ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৭৯ হাজার ৭১৬ জন। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ১ লাখ ১১ হাজার ৪২ জন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৭৯ হাজার ৬৮৩ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৭৫ হাজার ৪৮২ জন এবং ঢাকার বাইরের ১ লাখ ৪ হাজার ২০১ জন।

ঢাকার বাইরে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত। আমাদের নিজস্ব প্রতিবেদক, বগুড়া জানান, বগুড়ায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। গতকাল সকালে ও গত রবিবার রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

মৃত ব্যক্তিরা হলেন- বগুড়ার আদমদীঘি উপজেলার শালগ্রামের মৃত আয়নাল হকের ছেলে একরামুল হক বাবলু (৬৮) ও সোনাতলা উপজেলার নাগরপাড়া গ্রামের আবু তালেবের স্ত্রী মিনি বেগম (৫৫)। বগুড়া শজিমেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. যাকারিয়া রনি জানান, গত ২০ সেপ্টেম্বর বাবলু জ্বর নিয়ে শজিমেক হাসপাতালে এলে ডেঙ্গু শনাক্ত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়। সোনাতলা উপজেলার গৃহবধূ মিনি বেগম ডেঙ্গু আক্রান্ত হয়ে গত শনিবার সকালে হাসপাতালে ভর্তি হন। পরের দিন রবিবার রাতে তীব্র শ্বাসকষ্ট নিয়ে তার মৃত্যু হয়।

বগুড়া সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, বগুড়ায় এ বছর ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ২৫ জনসহ জেলার অন্যান সরকারি-বেসরকারি হাসপাতালে ৬৪ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। সোমবার ২৮ জন ডেঙ্গু আক্রান্ত নতুন রোগী শনাক্ত করা হয়েছে। এ ছাড়াও এ বছর বগুড়ায় মোট ১ হাজার ১৭৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর