মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

মাহমুদুল্লাহ তামিমকে নিয়ে বিশ্বকাপ স্কোয়াড!

ক্রীড়া প্রতিবেদক

ঘনিয়ে আসছে ওয়ানডে বিশ্বকাপ। দুই সপ্তাহ পর ভারতে শুরু হবে ক্রিকেট মহাযজ্ঞ। চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ফেলেছে দলগুলো। কয়েকটি দেশ স্কোয়াডও ঘোষণা করেছে। যদিও বাংলাদেশ এখন পর্যন্ত চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেনি। আজ ঘোষণা করবে। কেননা বিশ্বকাপের দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে আগামীকাল ঢাকা ছাড়বে সাকিব বাহিনী। আসামের গৌহাটিতে ২৮ সেপ্টেম্বরশ্রীলঙ্কা ও ২ অক্টোবর বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে খেলবে। বিশ্বকাপ শুরু ৫ অক্টোবর এবং বাংলাদেশের প্রথম ম্যাচ ৭ অক্টোবর ধর্মশালায় আফগানিস্তানের বিরুদ্ধে। সাকিব আল হাসানের নেতৃত্বে বিশ্বকাপের ১৫ চূড়ান্ত স্কোয়াডে থাকছেন দুই সিনিয়র ক্রিকেটার তামিম ইকবাল ও মাহমুদুল্লাহ রিয়াদ। দুজনকে নিয়েই বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করছে। বাঁ-হাতি তামিম খেলবেন ওপেনিংয়ে। মাহমুদুল্লাহকে নেওয়া হচ্ছে মিডল অর্ডার ও একজন ফিনিশার হিসেবে। স্কোয়াডে থাকছে ৫ পেসার-মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ ও তানজিদ সাকিব। স্কোয়াডের অপরাপর সদস্য হতে পারেন সাকিব, তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, তৌহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদি হাসান ও নাসুম আহমেদ। বিশ্বকাপের আগে বাংলাদেশ আজ শেষ ওয়ানডে খেলবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে টাইগাররা। নিয়মিত স্কোয়াডের অনেকেই খেলছেন না। আজ ১৬তম ওয়ানডে অধিনায়ক টস করবেন নাজমুল হোসেন শান্ত। উচ্ছ্বসিত শান্ত দেশকে নেতৃত্ব দিতে পারাটা গর্বের বলেন, ‘ক্রিকেট খেলোয়াড় হিসেবে আমার জন্য এটা অনেক গর্বের ব্যাপার। আমার পরিবারের সদস্য, তাদের জন্যও অনেক গর্বের ব্যাপার। আলহামদুলিল্লাহ, ক্রিকেট বোর্ড এ সুযোগটা দিয়েছে। আমি খুবই রোমাঞ্চিত।

আশা করি কালকের (আজ) দিনটা উপভোগ করব।’ সিরিজের প্রথম ওয়ানডে বৃষ্টিতে ভেসে গেছে। দ্বিতীয়টি টাইগাররা ৮৬ রানে হেরে যায় ইস সোধির লেগ স্পিনে। সিরিজে সমতা আনতে জয়ের বিকল্প নেই আজ।

সর্বশেষ খবর