বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা
অষ্টম কলাম

গণপিটুনির ভয়ে ৯৯৯-এ চোরের ফোন

নিজস্ব প্রতিবেদক

‘হ্যালো, এটা কি পুলিশের কন্ট্রোল? আমি একটা দোকানে ঢুকছিলাম চুরি করতে, এখন লোকজন টের পাইয়া গেছে। আমারে তো পিটাইয়া মাইরা ফালাইবো। আমারে গ্রেফতার করেন। তাড়াতাড়ি খানকা রোডে পুলিশ পাঠান, আমারে বাঁচান।’ গতকাল ভোরে ঢাকার কদমতলী থানার খানকা রোডের পাসপোর্ট অফিসের পাশে একটি দোকান থেকে হৃদয় নামে এক চোর ট্রিপল নাইনে (৯৯৯) ফোন করে এসব কথা বলেন। ৯৯৯-এর পরিদর্শক (মিডিয়া) আনোয়ার সাত্তার গতকাল এসব জানান।

তিনি বলেন, খবর পেয়ে কদমতলী থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হলে তারা ঘটনাস্থলে যায়। ততক্ষণে হৃদয়কে গণপিটুনি দেওয়া শুরু হয়ে যায়। পুলিশ এ অবস্থা থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে যায়। পরে হৃদয়ের নামে কদমতলী থানায় একটি মামলা করা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। হৃদয় কদমতলীর মেরাজনগর বি-ব্লকে থাকেন। তার বাবার নাম সোবহান।

 

সর্বশেষ খবর