বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

ঢাবির এক শিক্ষকের পদাবনতি, ৯৯ শিক্ষার্থীর বিভিন্ন মেয়াদে শাস্তি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

অসদাচরণ ও শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপের অভিযোগ প্রমাণিত হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মেজবাহ্-উল-ইসলামকে পদাবনতি দেওয়া হয়েছে। তাঁকে অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক করা হয়েছে। এ ছাড়া পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৯৯ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নির্বাহী ফোরাম সিন্ডিকেটের এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। জনসংযোগ দফতরের এক বিজ্ঞপ্তিতে এসব বিষয় জানানো হয়। ড. মুহাম্মদ মেজবাহ্-উল-ইসলামের পদাবনতির বিষয়ে বলা হয়, অভিযোগের বিষয়ে গঠিত তদন্ত কমিটি ও ট্রাইব্যুনালের সুপারিশক্রমে সিন্ডিকেটের সভায় ওই শিক্ষকের বিরুদ্ধে পদাবনতির সিদ্ধান্ত নেওয়া হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিভিন্ন পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৯৯ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। এর মধ্যে পাঁচজনকে পরীক্ষাসহ চার বছর, পাঁচজনকে পরীক্ষাসহ তিন বছর এবং ৩৯ জনকে পরীক্ষাসহ দুই বছর মেয়াদে শাস্তি দেওয়া হয়। এ ছাড়া দুজন শিক্ষার্থীর সংশ্লিষ্ট কোর্সের মিডটার্ম/ইনকোর্স পরীক্ষা বাতিল করা হয়েছে। শৃঙ্খলা পরিষদের সভার সুপারিশ অনুযায়ী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া সভায় বিশ্ববিদ্যালয়ে ১৬ জন গবেষককে পিএইচডি ও ১৪ জন গবেষককে এমফিল ডিগ্রি দেওয়া হয়।

সভায় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালসহ সিন্ডিকেট সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর