রবিবার, ১ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

হনুমান ও মানুষের সখ্য

নওগাঁ প্রতিনিধি

হনুমান ও মানুষের সখ্য

নওগাঁর রাণীনগরে দলছুট হনুমানকে খাবারের সন্ধানে লোকালয়ে দেখা গেছে। কিছু দিন ধরে উপজেলার কাশিমপুর ইউনিয়নের কুজাইল বাজারসহ বিভিন্ন গ্রামে ঘোরাফেরা করছে হনুমানটি। বড় আকারের এ হনুমানটি কখনো গাছে, কখনো বাড়ির চালে বা ছাদে ঘোরাফেরা করছে। বন্যপ্রাণী লোকালয়ে চলে আসায় উৎসুক মানুষ দেখতে ভিড় করছেন। তবে যাদের বাড়ির টিন বা ছাদে অবস্থান করায় তারা রয়েছেন আতঙ্কে। কেউ কেউ আদর করে মুখে তুলে দিচ্ছেন খাবার। অনেকে বলছেন মানুষের সঙ্গে হনুমানটি সখ্যতা গড়েছে। গত বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর কুজাইল নমঃশূদ্র পাড়ার নরেশ সরকারের বাড়িতে গিয়ে দেখা যায় হনুমানটি। সেখানে সুশিল, সবিতাসহ অনেকে হনুমানটিকে আদর করে খাওয়াচ্ছে। এ সময় ছোট বাচ্চাদের আনন্দ করতে দেখা যায়। এর আগে ওই গ্রামের কয়েকটি বাড়ির মধ্যে চলে যায় এটি। স্থানীয়রা বলছেন, দুই-তিন মাস ধরে মুখপোড়া এই হনুমানটি কুজাইল বাজার এবং আশপাশের বিভিন্ন গ্রামে গ্রামে ঘোরাফেরা করছে। স্থানীয় মানুষের সঙ্গে বেশ সখ্য গড়ে তুলেছে হনুমানটি। গাছের ডালে, ঘরের চালে অথবা বাড়ির ছাদে অবস্থান করছে। প্রতিদিন কারও না কারও বাড়িতে অবস্থান করছে। তবে হনুমানটি কোথা থেকে এসেছে নিশ্চিত করে কেউ কিছু বলতে পারছে না। এ ছাড়া লোকালয়ে চলে আসা হনুমানটিকে উদ্ধারে বনবিভাগের কোনো তৎপরতা দেখা যায়নি।

গত বৃহস্পতিবার দুপুরের দিকে হনুমানটি বিকাশ প্রামাণিকের বাড়ির বারান্দায় চলে আসে। তৃষ্ণা মিটাতে বালতিতে রাখা পানি পান করে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর