রবিবার, ১ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

সোনার দাম কমল ভরিতে ১ হাজার ৭৪৯ টাকা

নিজস্ব প্রতিবেদক

সোনার দাম কমল ভরিতে ১ হাজার ৭৪৯ টাকা

দেশের বাজারে সোনার দাম ভরিতে ১ হাজার ৭৪৯ টাকা কমেছে। আজ থেকে ২২ ক্যারেটের প্রতি ভরির (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ৯৮ হাজার ২১১ টাকা। গতকাল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বাজুস নির্ধারিত মূল্য তালিকায় দেখা গেছে, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম পড়বে ৯৩ হাজার ৭৭৯ টাকা। ভরিতে দাম কমেছে ১ হাজার ৬৩৩ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ধরা হয়েছে ৮০ হাজার ৩৬৪ টাকা। এ মানের সোনার দাম কমেছে ভরিতে ১ হাজার ২৯৯ টাকা। সনাতন পদ্ধতিতে প্রতি ভরি সোনার দাম পড়বে ৬৬ হাজার ৯৫১ টাকা। দাম কমেছে ভরিতে ১ হাজার ১৬৭ টাকা। অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি রূপা বিক্রি হচ্ছে ১ হাজার ৭১৫ টাকা। ২১ ক্যারেটের ভরি ১ হাজার ৬৩৩ টাকা। ১৮ ক্যারেটের রুপার ভরির দাম রয়েছে ১ হাজার ৪০০ টাকা ও সনাতন পদ্ধতিতে প্রতি ভরি রুপার দাম পড়বে ১ হাজার ৫০ টাকা।

সর্বশেষ খবর