রবিবার, ১ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা
দুই দলের সংঘর্ষে নিহত

মিরসরাইয়ে আসামি ৮৫, আটক ৪

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

মিরসরাইয়ে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষের সময় রুমন নামে এক ছাত্রলীগ কর্মী নিহতের ঘটনায় ৮৫ জনকে আসামি করা হয়েছে। পুলিশ গতকাল পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। পুলিশ জানায়, শুক্রবারের সংঘর্ষে নিহতের ঘটনায় নুরুল আমিনকে প্রধান করে ৮৫ জনকে আসামি করে মামলা হয়েছে। চট্টগ্রাম জেলা পুলিশের এএসপি মনিরুল ইসলাম বলেন, ‘সংঘর্ষের ঘটনায় রুমনের মা বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে ও আরও ৭০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছেন। পুলিশ আসামিদের গ্রেফতারে কাজ করছে।’

এদিকে গতকাল দুপুর ২টার পর রুমনের লাশ ময়নাতদন্ত শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ মিরসরাইয়ের পাতাকোটে রুমনের ভাড়াবাড়িতে নিয়ে গেলে সেখানে স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারি হয়ে ওঠে। বিকাল ৪টায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আজমপুর বাজারে ঈদগা মাঠে প্রথম জানাজা শেষে লাশ জোরারগঞ্জের গুচ্ছগ্রামে দ্বিতীয় জানাজার পর পারিবারিক কবরস্থানে রুমনকে দাফন করা হয়। রুমনের মা খালেদা বেগম সাংবাদিকদের বলেন, ছেলেকে যারা খুন করেছে তাদের বিচার চাই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর