শিরোনাম
সোমবার, ২ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

হাজার ছাড়াল ডেঙ্গুতে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় প্রাণ গেছে আরও ১৭ জনের। এ নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ছয়জন। আর মোট আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৬ হাজার ২৮৮ জন। এর বাইরে অসংখ্য ডেঙ্গু রোগী বাড়িতে বসে চিকিৎসা নিয়েছেন, যার পরিসংখ্যান নেই সরকারি খাতায়।

গতকাল সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৮৮২ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩ হাজার ৪৬৭ জন। মারা গেছেন ১৭ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন মোট ৯ হাজার ৩৫৭ ডেঙ্গু রোগী। এখন পর্যন্ত প্রতি ২০০ জন আক্রান্তে একজনের মৃত্যু হয়েছে। আগে ঢাকা সিটিতে সর্বাধিক ডেঙ্গু আক্রান্তের ঘটনা ঘটলেও বর্তমানে তা ছড়িয়ে পড়েছে সারা দেশে। এক দিনে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৬২৯ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ২ হাজার ২৫৩ জন। তবে ১৭ জনের মধ্যে ৯ জন মারা গেছেন ঢাকায়। চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা সিটিতে মারা গেছেন ৬৪৮, ঢাকা সিটির বাইরে মারা গেছেন ৩৫৮ জন। মৃত্যু ঢাকায়, বেশি আক্রান্ত হয়েছেন ঢাকার বাইরে। গতকাল পর্যন্ত ঢাকা সিটিতে ৮৩ হাজার ৮৫১ জন ডেঙ্গু আক্রান্তের হিসাব পাওয়া গেছে। ঢাকার বাইরে এ সংখ্যা ১ লাখ ২২ হাজার ৪৩৭ জন।

মোট আক্রান্তের ৬০.৮ শতাংশ পুরুষ ও ৩৯.২ শতাংশ নারী। চলতি বছরে শুধু সেপ্টেম্বরেই ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৯ হাজার ৫৯৮ জন, যা যেকোনো মাসের চেয়ে বেশি। আগস্টে আক্রান্ত হন ৭১ হাজার ৯৭৬ জন। জুলাইয়ে আক্রান্ত হয়েছিলেন ৪৩ হাজার ৮৫৪ জন।

সর্বশেষ খবর