শিরোনাম
সোমবার, ২ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

বাঘ খেয়ে ফেলল রইল শুধু মাথা

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের পূর্ব-সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের গহিন অরণ্যের খালে মাছ ধরতে গিয়ে বাঘের কবলে পড়ে প্রাণ হারিয়েছেন শিপার হাওলাদার (২২) নামে এক জেলে। বাঘটি জেলের পুরো দেহ খেয়ে ফেলেছে। গতকাল সকালে তল্লাশি চালিয়ে সুন্দরবনের ধানসাগর স্টেশনের তুলাতলা এলাকার অরণ্য থেকে নিখোঁজের পাঁচ দিন পর ওই জেলের মাথা ও রক্তাক্ত প্যান্ট উদ্ধার করেছে স্বজনরা।

গত ২৭ সেপ্টেম্বর সকালে কোনো অনুমতিপত্র (পাস-পারমিট) ছাড়াই চোরাপথে সুন্দরবনে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন জেলে শিপার। তিনি বাগেরহাটের শরণখোলা উপজেলার রাজাপুর গ্রামের জেলে ফারুক হাওলাদারের  ছেলে। শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নের ইউপি সদস্য কামাল হোসেন তালুকদার জানান, গত বুধবার সকালে শিপার হাওলাদার বন বিভাগের কোনো অনুমতি ছাড়া অবৈধভাবে একাই সুন্দরবনের খালে ঝাকি জাল দিয়ে মাছ ধরতে যান। দিনের মধ্যেই তার বাড়িতে ফিরে আসার কথা ছিল। কিন্তু তিনি না ফেরায় উৎকণ্ঠায় পড়েন পরিবারের লোকজন। এক পর্যায়ে তারা সুন্দরবনে তল্লাশি শুরু করেন। কোনো সন্ধান না পেয়ে বন বিভাগের অনুমতি নিয়ে সর্বশেষ গতকাল ভোরে পরিবারের লোকজনসহ অর্ধশতাধিক গ্রামবাসী লাঠিসোঁটা নিয়ে সুন্দরবনে তল্লাশি শুরু করেন। এরপর সকাল ৮টার দিকে তারা সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের তুলাতলা এলাকার গহিন অরণ্যে ওই জেলের শুধু মাথা ও রক্তাক্ত প্যান্ট উদ্ধার করেন। এ সময় ঘটনাস্থল ও আশপাশে বাঘের পায়ের অসংখ্য ছাপ দেখতে পান উদ্ধারকারীরা। মাথাটি বাড়িতে নিয়ে আসার পর কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। পরে মাথাটি বাড়িতেই দাফন করা হয়েছে। এ ঘটনার পর সুন্দরবন সংলগ্ন লোকালয়ে সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় লোকজন বা কোনো জেলে যাতে অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ না করে, সেজন্য বন বিভাগ থেকে নজরদারি বাড়ানো হয়েছে।

সর্বশেষ খবর