শিরোনাম
সোমবার, ২ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ গুলিবিদ্ধ ৮

পাবনা প্রতিনিধি

পাবনায় আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলার সময় ছাত্রলীগের অন্তত আটজন নেতা-কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে পাবনা পৌর শহরের মাসুম বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন- ছাত্রলীগকর্মী মিলন, শান্ত, আকাশ, আরাফাত, সজীব, তানজিদ, রঞ্জু ও রাফি। তাদের মধ্যে সজীবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, কিছুদিন আগে পাবনা মহিলা কলেজের সামনে জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মেহেদী হাসান এবং পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইফতে আরাফাত সিফাত গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটে। তা নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা অব্যাহত ছিল। গত শনিবার রাত ১০টার দিকে মেহেদী গ্রুপের লোকজন মাসুম বাজারে সিফাতের ব্যক্তিগত কার্যালয়ের সামনে দিয়ে যাচ্ছিল। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সূত্র জানায়, এ সময় আটজন গুলিবিদ্ধ হন এবং বেশ কয়েকজন ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হন। তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মেহেদী লোকজন নিয়ে আওয়ামী লীগের অফিসে যাওয়ার সময় সিফাত গ্রুপের লোকজন গুলি করে। এতে আটজন গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল সন্ধ্যায় পাওয়া সর্বশেষ খবরে জানা গেছে, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এ পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

সর্বশেষ খবর