সোমবার, ২ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

উত্তরায় খুন ও ছিনতাইয়ে জড়িত দুজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

হত্যাকান্ডের ২৪ ঘণ্টার মধ্যেই রাজধানীর উত্তরায় খুন ও ছিনতাইয়ের ঘটনায় জড়িত দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাস্থলের সিসি টিভির ফুটেজ পর্যালোচনা ও তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে ঘটনার মূলহোতা রফিককে গ্রেফতার করা হয় দক্ষিণখানের একটি বস্তি এবং নাসিরকে মিরপুরের কচুক্ষেত সংলগ্ন সাগরিকা বস্তি থেকে।

গতকাল ডিএমপির উত্তরা জোনের সহকারী কমিশনার (এসি) জ্যোতির্ময় সাহা এসব তথ্য জানান। তিনি বলেন, গ্রেফতাররা একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য। গ্রেফতার রফিকের বিরুদ্ধে বিভিন্ন থানায় তিনটি ও নাসিরের নামে একটি মাদকের মামলা রয়েছে। ২৭ সেপ্টেম্বর রাতে উত্তরা ৭ নম্বর সেক্টর বিএনএস টাওয়ারের সামনে ছিনতাইয়ের ঘটনায় ছিনতাইকারীদের এলোপাতাড়ি ছুরির আঘাতে দেলোয়ার ও তার ভাই আনোয়ার গুরুতর আহত হয়। আহত দুই ভাইকে চিকিৎসার জন্য কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দেলোয়ারকে মৃত ঘোষণা করেন। আহত আনোয়ারকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় একটি হত্যা মামলা করা হয়। হত্যাকান্ডের ২৪ ঘণ্টার মধ্যেই দুজনকে গ্রেফতার করে ২৮ সেপ্টেম্বর তাদের আদালত তোলা হয়। তারপর আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। দেলোয়ার খুনের ঘটনায় আরেকজনের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তাকে ধরতে অভিযান চলছে। জানা যায়, ছিনতাই চক্রের সদস্য গ্রেফতার রফিক ধীরগতির গাড়িকে টার্গেট করে খুব দ্রুত সময়ে সে গাড়িতে উঠে যায়। আর নাসিরসহ অন্যরা ছিনতাই কাজে বাধা বা ধরা পড়লে তাকে ছিনিয়ে নেওয়ার জন্য ছুরিসহ অপেক্ষা করতে থাকে। এভাবে তারা উত্তরা, এয়ারপোর্ট, আবদুল্লাহপুর, কুড়িল বিশ্বরোডসহ বিভিন্ন স্থানে ছিনতাই করে থাকে। ২৭ সেপ্টেম্বর রাতে বিএনএস টাওয়ারের সামনে ছিনতাইয়ের ঘটনা ঘটে। তবে ছিনতাই করে পালানোর সময় গাড়িতে থাকা দেলোয়ার তাকে ঝাপটে ধরলে ছিনতাইকারীর অন্য দুই সহযোগী এসে এলোপাতাড়ি ছুরির আঘাতে দেলোয়ার ও তার ভাই আনোয়ারকে গুরুতর আহত করে পালিয়ে যায়। ধ্বস্তাধ্বস্তির ওই সময় ছিনতাইকারীদের ব্যবহৃত একটি মোবাইল ঘটনাস্থলে পড়ে যায়। সে সূত্র ধরে পুলিশ সফলতা লাভ করে।

সর্বশেষ খবর