শিরোনাম
মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

যানজটে প্রত্যক্ষ ও পরোক্ষ খরচ অনেক বেশি

ড. ফাহমিদা খাতুন

যানজটে প্রত্যক্ষ ও পরোক্ষ খরচ অনেক বেশি

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেছেন, ঢাকায় যানজটে প্রতি ২ ঘণ্টায় ৪৬ মিনিট নষ্ট হয়। এর ফলে আর্থিক, শারীরিক ও মানসিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে মানুষ। এই যানজটে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিপুল পরিমাণ ক্ষতির মুখোমুখি রাজধানীবাসী। তবে টাকার অঙ্কে ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা না গেলেও আর্থিকভাবে বড় ক্ষতির সম্মুখীন হচ্ছি আমরা। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে ফাহমিদা খাতুন আরও বলেন, যানজটে প্রথমত উৎপাদনে ক্ষতি হচ্ছে। স্বাস্থ্যের ওপর প্রভাব পড়ছে। দীর্ঘক্ষণ বসে থাকার ফলে শারীরিক নানা সমস্যার সম্মুখীন হচ্ছে মানুষ। এই শারীরিক সমস্যা সমাধানে প্রয়োজন হয় চিকিৎসা। এই চিকিৎসা করতে ব্যয় হয় অনেক টাকা। একই সঙ্গে যানজটের প্রভাব বায়ুর ওপরও পড়ছে। ঢাকা শহরে বায়ুদূষণ বাড়ছে। প্রায়ই দূষণে নাম্বার ওয়ানে থাকছে ঢাকা। যানজটে মানসিককভাবেও ক্ষতির সম্মুখীন হচ্ছে মানুষ। সব মিলিয়ে ঢাকা শহরে ২ কোটির বেশি মানুষের বিপুল পরিমাণ ক্ষতি হচ্ছে।

সর্বশেষ খবর