মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা
অষ্টম কলাম

বর্ডার খুলে দিলে আলু ২০-২৫ টাকায় নামবে

নিজস্ব প্রতিবেদক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক (ডিজি) এ এইচ এম সফিকুজ্জামান বলেছেন, বর্ডার খুলে দিলে ভোক্তারা ২০-২৫ টাকার মধ্যে আলু খেতে পারবেন। তবে এটি কোনো স্থায়ী সমাধান নয় বলেও জানান তিনি।

গতকাল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সম্মেলন কক্ষে ভোক্তা অধিকার ও ডিবেট ফর ডেমোক্রেসির যৌথ উদ্যোগে আয়োজিত ভোক্তা অধিকার বিষয়ে বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। মহাপরিচালক বলেন, ‘এখন আমরা বর্ডার খুলে দিলে কৃষক বা আলু ব্যবসার সঙ্গে জড়িতরা ক্ষতির সম্মুখীন হবে। পরের বছর তারা আলু উৎপাদনে উৎসাহিত হবে না। অনেক কিছু বিবেচনা করতে হয়।’ আলুর নিয়ন্ত্রণহীন বাজার নিয়ে ভোক্তার ডিজি বলেন, ১৪ সেপ্টেম্বর বাণিজ্যমন্ত্রী আলুর দাম নির্ধারণ করে দিয়েছেন খুচরা পর্যায়ে ৩৫-৩৬ আর হিমাগার পর্যায়ে ২৭ টাকা। এ আলু দেড়-দুই মাস আগেও যখন হিমাগার থেকে ২৩-২৪ টাকায় বিক্রি হতো, তখনো তাদের লাভ থাকত। এমন কোনো কারণ উদ্ভব হয়নি বা খরচ বাড়েনি যে, সেটি ৩৬-৪২ টাকা পর্যন্ত হিমাগার থেকে বিক্রি হবে। যার ফলে ভোক্তা পর্যায়ে আলুর দাম হাফ সেঞ্চুরি ছাড়িয়ে গেছে। কোনো কোনো ক্ষেত্রে ৫৫ টাকাও বিক্রি হয়েছে। তিনি বলেন, ভোক্তা অধিকার আইনের কিছুটা দুর্বলতার পাশাপাশি জনবল সংকট রয়েছে। ১৭ জেলায় অধিদফতরের কোনো কর্মকর্তা নেই। তার পরও সারা দেশে প্রতিদিন অধিদফতরের ৪০-৫০টি টিম মূল্য নিয়ন্ত্রণে কাজ করছে। তিনি বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে শুধু বিক্রেতা নয়, ক্রেতাসহ সাধারণ মানুষকেও তাদের অধিকার সম্পর্কে সচেতন করতে হবে। সে লক্ষ্যেই ভোক্তা অধিকার সচেতনতাবিষয়ক বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। বিশেষ অতিথি ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, শুধু আইন প্রয়োগ ও জেলজরিমানা বা শাস্তি দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এতে ব্যবসায়ী, ক্রেতা-বিক্রেতাসহ সবার মধ্যে সচেতনতা তৈরি করতে হবে। বিতর্ক প্রতিযোগিতার শেষে গ্র্যান্ড ফাইনালের প্রাইজমানি ঘোষণা করা হয়, চ্যাম্পিয়ন দলকে ২ লাখ আর রানার্স আপ দলকে ১ লাখ টাকা প্রদানের মাধ্যমে পুরস্কৃত করা হবে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর