মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

ব্লক বাঁধ ধসে একজনের মৃত্যু নিখোঁজ ৩

ভোলা প্রতিনিধি

ভোলার ইলিশা লঞ্চঘাট এলাকায় মেঘনা নদীর তীর রক্ষার সিসি ব্লক ধসে লাইজু (৩৮) নামে এক বাকপ্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে। এ সময় এক শিশুও আহত হয়েছে। কেউ নিখোঁজ রয়েছে কি না তা নিশ্চিত হওয়ার জন্য ডুবুরিদল অভিযানে নেমেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সম্প্রতি ভোলা সদর উপজেলার ইলিশা ফেরিঘাট এবং লঞ্চঘাট এলাকায় মেঘনা নদীর তীর সংরক্ষণ ব্লকবাঁধে ভাঙন দেখা দিয়েছে। অনেকখানি ভেঙেও গিয়েছে। গতকাল দুপুর ১ টার দিকে ইলিশা লঞ্চঘাটের পার্শ্ববর্তী মাছঘাট এলাকায় অনেকখানি জায়গা জুড়ে ব্লকবাঁধে ধসের ঘটনা ঘটে। এ সময় ওই স্থানে দাঁড়িয়ে থাকা বাকপ্রতিবন্ধী লাইজু বেগমসহ আরও অনেকে নদীতে তলিয়ে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা কয়েক জনকে উদ্ধার করেন। এ সময় মরিয়ম (১২) নামে এক শিশুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পরে জেলেদের জালে লাইজু বেগমের লাশ পাওয়া যায়। আরও কেউ নিখোঁজ রয়েছে কি-না তা নিশ্চিত করে কেউ বলতে পারছে না। খবর পেয়ে পুলিশ, নৌপুলিশ ও কোস্টগার্ড সদস্যরা ঘটনাস্থলে যায়। সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ডুবুরি দল অভিযান চালাচ্ছিল। স্থানীয়রা জানান, ঘটনাস্থলের কাছে লাইজুর বাড়ি। কয়েক বছর আগে তিন সন্তান রেখে লাইজুর স্বামী মারা যান। অসহায় দরিদ্র লাইজু মাঝে-মধ্যে জেলেদের কাছ থেকে মাছ (দান হিসেবে) নিতে আসতেন। আজও মাছ নিতে এসেছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, আহত শিশু মরিয়ম বেদে পল্লীর এক শিশু।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর