বুধবার, ৪ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

৪৬ দিনের বিশ্বকাপ শুরু কাল

মনোয়ার হক

৪৬ দিনের বিশ্বকাপ শুরু কাল

মঞ্চ প্রস্তুত। এখন ব্যাট-বলের লড়াইয়ের পালা। আগামীকালই ভারতে শুরু হচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। তার আগে আজ আহমেদাবাদ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে জমকালো অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। আয়োজকদের আশা, বলিউড তারকাদের এ অনুষ্ঠান দর্শকের মন জয় করবে। তবে শেষ পর্যন্ত এ অনুষ্ঠান হবে কি না এ নিয়ে সংশয় রয়েছে। ১৯৭৫ সালে বিশ্বকাপ ক্রিকেটের যাত্রা। এবার ১৩তম আসরে পা রাখছে দুনিয়া কাঁপানো ক্রিকেটের এ আসর। ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপ শুরু হলেও ওয়ানডে আসরের গুরুত্বই আলাদা। এবারের বিশ্বকাপের শুরুতেই মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও রানার্সআপ নিউজিল্যান্ড; যা কখনো হয়নি। আহমেদাবাদে ম্যাচটি হবে। পর দিন ১৯৯২ বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তান ও নেদারল্যান্ডস মুখোমুখি হবে। ৭ অক্টোবর সাকিব আল হাসানের নেতৃত্বে ধর্মশালায় বাংলাদেশ বিশ্বকাপ মিশন শুরু করবে। প্রতিপক্ষ আফগানিস্তান। ১৯৯৯ সালে অভিষেকের পর বাংলাদেশের এটি সপ্তম বিশ্বকাপ খেলা। এবারের বিশ্বকাপে ১০টি দেশ অংশ নিচ্ছে। লিগভিত্তিক লড়াইয়ে সবাই একে অন্যের প্রতিপক্ষ। অর্থাৎ একটি দলের নয়টি করে ম্যাচ। শীর্ষ চার দল সেমিফাইনাল খেলবে। ১৯৭৫ ও ১৯৭৯ সালে প্রথম দুই বিশ্বকাপ চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ এবার চূড়ান্ত পর্বে নেই। বাছাই পর্বে বাদ পড়েছে। ভারতের ১০টি শহরে বিশ্বকাপের ম্যাচ হবে। ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ৪৬ দিনে মোট ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৫ নভেম্বর মুম্বাইয়ে প্রথম ও পর দিন কলকাতা ইডেন গার্ডেনে দ্বিতীয় সেমিফাইনাল হবে। ১৯ নভেম্বর আহমেদাবাদে ফাইনাল। কোন দেশ এবার চ্যাম্পিয়ন হবে এ নিয়ে ক্রিকেটভক্তদের মধ্যে উত্তেজনার শেষ নেই। বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের সেরা প্রাপ্তি ২০১৫ সালে মাশরাফির নেতৃত্বে কোয়ার্টার ফাইনাল খেলা। ২০১১ সালে সাকিবের নেতৃত্বে বাংলাদেশ হতাশাজনক পারফরম্যান্স করলেও এবার আশা করা যায়, প্রথমবারের মতো সেমিতে খেলবে বাংলাদেশ।

সর্বশেষ খবর