বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

মঞ্চে আবার ম্যাকবেথ

সাংস্কৃতিক প্রতিবেদক

মঞ্চে আবার ম্যাকবেথ

নাটকের সংগঠন স্বপ্নদল শিল্পকলা একাডেমিতে মঞ্চায়ন করেছে দলটির নিয়মিত প্রযোজনার মূকনাটক ‘ম্যাকবেথ’। গতকাল সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হয় নাটকটি। উইলিয়াম শেকসপিয়র রচিত এ মূকনাটকটির নির্দেশনায় ছিলেন জাহিদ রিপন।

‘ম্যাকবেথ’ নাটকের নাম ভূমিকায় অভিনয় করেছেন নিশক তারেক আজিজ। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন- জুয়েনা শবনম, জেবুন্নেছা, হাসান, সুমাইয়া, শাখাওয়াত শ্যামল, শিশির সিকদার, অর্ক অপু, মাসুদ, রাজিব, রকি প্রমুখ।

গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব কাল শুরু : গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব পর্ষদের আয়োজনে আগামীকাল শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে ‘গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব-২০২৩’। একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তন, পরীক্ষণ থিয়েটার হল, স্টুডিও থিয়েটার হল, সংগীত, আবৃত্তি ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তন এবং বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনে পরিবেশিত হবে উৎসবের নাটক, নৃত্য, আবৃত্তি, সংগীত, নৃত্যনাট্য এবং পথনাটক। ওইদিন সন্ধ্যায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে ১২ দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করবেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। এতে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। আরও অতিথি থাকবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর, মামুনুর রশীদ এবং লিয়াকত আলী লাকী। সভাপতিত্ব করবেন উৎসব পর্ষদের আহ্বায়ক গোলাম কুদ্দুছ। জাতীয় সংগীতের পর নৃত্য ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুরু হবে উৎসবের আনুষ্ঠানিকতা। এবারের উৎসবে বাংলাদেশ ও ভারতের মোট ১৪৫টি দল অংশগ্রহণ করবে। এবারের আসরে অংশ নিচ্ছেন ৪ হাজারের মতো শিল্পী। ১৭ অক্টোবর শেষ হবে ১২ দিনের এ উৎসব। গতকাল শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এ আয়োজনের সঙ্গে সংশ্লিষ্টরা। সংবাদ সম্মেলনে উৎসবের বিস্তারিত তুলে ধরে বক্তৃতা করেন উৎসব পর্ষদের আহ্বায়ক গোলাম কুদ্দুছ, সদস্য সচিব আহাম্মেদ গিয়াস প্রমুখ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হবে থিয়েটার প্রযোজিত নাটক ‘মেরাজ ফকিরের মা’, পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হবে বাতিঘর প্রযোজিত নাটক ‘ভগবান পালিয়ে গেছে’ ও স্টুডিও থিয়েটার হলে মঞ্চায়ন হবে কিশোরগঞ্জের একতা নাট্যগোষ্ঠীর নাটক ‘১৯৭১’। সন্ধ্যায় নাটক মঞ্চায়নের আগে বিকাল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত প্রতিদিন উন্মুক্ত মঞ্চে থাকছে সাংস্কৃতিক পরিবেশনা। উৎসবের সহযোগিতায় রয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়।

 

সর্বশেষ খবর