বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা
অষ্টম কলাম

রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

প্রতিদিন ডেস্ক

রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

২০২৩ সালে রসায়নশাস্ত্রে নোবেল পুরস্কার পেলেন তিন বিজ্ঞানী। গতকাল রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস বাংলাদেশ সময় বিকাল ৩টা ৪৫ মিনিটের দিকে তাদের নাম ঘোষণা করে। এ বিজ্ঞানীরা হলেন-  মুঙ্গি বাওয়েন্ডি (ফ্রান্স), লুই ব্রুস (যুক্তরাষ্ট্র) ও আলেক্সি ইয়াকিমভ  (সাবেক সোভিয়েত ইউনিয়ন)। কোয়ান্টাম বিন্দু আবিষ্কার ও সংশ্লেষণের জন্য এই তিন বিজ্ঞানী নোবেল পেলেন। সূত্র : রয়টার্স। নোবেল কমিটি তাদের অফিশিয়াল ওয়েবসাইটে জানিয়েছে, একে অন্যের থেকে স্বাধীনভাবে, ইয়াকিমভ ও ব্রুস কোয়ান্টাম বিন্দু তৈরি করতে সফল হন, আর বাওয়েন্ডি রাসায়নিক উৎপাদনে বিপ্লব ঘটান। এ সময়ে কোয়ান্টাম বিন্দু কিউএলইডি প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি কম্পিউটার ও টেলিভিশন মনিটরকে আলোকিত করে থাকে। এসব বিন্দু কিছু এলইডি বাতির আলোতেও সূক্ষ্মতা যোগ করে। জৈব রসায়নবিদ ও চিকিৎসকেরা জৈব টিস্যু ম্যাপিংয়ে এগুলো ব্যবহার করেন। নোবেল কমিটি জানিয়েছে, মুঙ্গি বাওয়েন্ডি ১৯৬১ সালে ফ্রান্সের প্যারিসে জন্ম গ্রহণ করেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এমআইটি) অধ্যাপনা করছেন। লুই ব্রুসের জন্ম ১৯৪৩ সালে যুক্তরাষ্ট্রের ওহাইও রাজ্যের ক্লিভল্যান্ডে। তিনি বর্তমানে নিউইয়র্কের কলাম্বিয়া ইউনিভার্সিটির অধ্যাপক। আলেক্সি ইয়াকিমভ ১৯৪৫ সালে সাবেক সোভিয়েত ইউনিয়নে জন্ম গ্রহণ করেন। তিনি নিউইয়র্কের ন্যানোক্রিস্টালস টেকনোলজি ইনকরপোরেশনের সাবেক প্রধান বিজ্ঞানী।

সর্বশেষ খবর