বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

আজ চট্টগ্রাম অভিমুখী বিএনপির রোডমার্চ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ও কুমিল্লা প্রতিনিধি

এক দফা বাস্তবায়নের দাবিতে বিএনপির চট্টগ্রাম অভিমুখী রোডমার্চ আজ অনুষ্ঠিত হবে। এনিয়ে কুমিল্লা ও চট্টগ্রামে নেতা-কর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।

বিএনপি সূত্র জানান, সকাল ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কালাকচুয়ায় একটি হোটেল প্রাঙ্গণে রোডমার্চের উদ্বোধন করা  হবে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান বক্তা স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। কুমিল্লার সমাবেশ শেষে ফেনী, মিরসরাইয়ে আরও দুটি সমাবেশ শেষে চট্টগ্রাম নগরীতে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে। দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার জাহান দোলন ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার বলেন, দাউদকান্দি থেকে চৌদ্দগ্রাম পর্যন্ত মহাসড়কের ১০৫ কিলোমিটার এলাকায় মানুষের ঢল নামবে। বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া জানান, কুমিল্লা মহানগর, দক্ষিণ, উত্তর জেলা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া কমিটির লক্ষাধিক মানুষ রোডমার্চে যোগ  দেবে। আমাদের যে কোনো কর্মসূচিতে ভীতি প্রদর্শন পুলিশ ও সরকারদলীয় লোকের নিয়মিত কাজ। তবুও রাজপথে থেকে আমরা কর্মসূচি সফল করব। বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিন-উর-রশিদ ইয়াছিন জানান, দেশের মানুষ নিরপেক্ষ নির্বাচন চায়। আমরা সে দাবি বাস্তবায়নের লক্ষ্যে মাঠে নেমেছি। রোডমার্চের সমন্বয়ক ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, ‘এটা শুধু বিএনপির রোডমার্চ বা দলীয় কর্মসূচি নয়, এটা জনগণেরও কর্মসূচি। এ রোডমার্চে জনগণের যে সাড়া পাচ্ছি তাতে আমরা আশাবাদী লাখ লাখ মানুষের সমাবেশ হবে।’  ফেনী, মিরসরাই ও ভাটিয়ারিতে পথসভা হবে। এরপর চট্টগ্রাম নগরীতে  হবে জনসভা। চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেন, ‘রোডমার্চ সফল করার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ রোডমার্চ থেকেই সরকারের বিদায়ঘণ্টা বাজানো হবে।

সর্বশেষ খবর