বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা
বার্নিকাটের গাড়িতে হামলা

বদিউল আলমের শ্যালক গ্রেফতার

আদালত প্রতিবেদক

সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলার মামলায় সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারের শ্যালক মোহাম্মদ ইশতিয়াক মাহমুদকে গ্রেফতার করেছে পুলিশ। গত সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুর খিলজি রোড থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে গতকাল দুপুরে ঢাকা মহানগর হাকিম জাকী আল ফারাবী মামলায় সম্পূরক চার্জশিট গ্রহণ করেন। ওই সময় পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। এর আগে ১৯ সেপ্টেম্বর এ ঘটনায় দায়ের করা মামলায় ছাত্রলীগ নেতাসহ নয়জনকে অভিযুক্ত করে সম্পূরক চার্জশিট আদালতে দাখিল করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। চার্জশিটভুক্ত আসামি হলেন মোহাম্মদ ইশতিয়াক মাহমুদ, নাইমুল হাসান, ফিরোজ মাহমুদ, মীর আমজাদ হোসেন, সাজু ইসলাম, রাজীবুল ইসলাম, শহিদুল আলম খান, সিয়াম ও অলি আহমদ। চার্জশিটে ইশতিয়াক মাহমুদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়। অন্য আসামিরা জামিনে রয়েছেন। এ ছাড়া মুজাহিদ আজমির তানহা মারা যাওয়ায় মামলা থেকে তার অব্যাহতি চেয়ে আবেদন করা হয়েছে। মামলাসূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৪ আগস্ট রাতে সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িতে হামলা করা হয়। এ ঘটনায় ১০ আগস্ট রাতে ড. বদিউল আলম মজুমদার বাদী হয়ে রাজধানীর মোহাম্মদপুর থানায় মামলা করেন।

সর্বশেষ খবর