শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াবে বাংলাদেশ চিলি

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ও চিলির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যকার দ্বিপক্ষীয় বৈঠক ফরেন অফিস কনসালটেশন দক্ষিণ আমেরিকার চিলির রাজধানী সান্টিয়াগোয় প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে। গতকাল ব্রাজিলের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলের পক্ষে অংশ নেন ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসাসহ অন্যান্য কর্মকর্তা। চিলির পক্ষে নেতৃত্ব দেন চিলির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেল অ্যাম্বাসাডর অ্যালেক্স ওয়েজিগ আবদালে এবং সংশ্লিষ্ট সিনিয়র কূটনীতিকরা। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের সামগ্রিক বিষয় বিশেষ করে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, শক্তির রূপান্তর হিসেবে বিকল্প নবায়নযোগ্য শক্তি, নারীর ক্ষমতায়ন, প্রযুক্তিগত উৎকর্ষতা প্রভৃতি ক্ষেত্রে স্ব স্ব রাষ্ট্রের অবস্থান ও পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। এ ছাড়া জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা এবং মানবাধিকার প্রভৃতি ক্ষেত্রে সহযোগিতা সংক্রান্ত বিষয় আলোচনায় প্রাধান্য পায়।

দুই দেশের মধ্যে বাণিজ্য, সংস্কৃতি ও স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কার্যকর সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে সমঝোতা স্মারক সইয়ের বিষয়ে চিলির পররাষ্ট্র মন্ত্রণালয় একমত পোষণ করে। পররাষ্ট্র সচিব দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ার পাশাপাশি রপ্তানিযোগ্য পণ্যের বৈচিত্র্য বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। দিনব্যাপী বৈঠকে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে ফরেন অফিস কনসালটেশন সংক্রান্ত সমঝোতা স্মারক সই হয়। রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসার উপস্থিতিতে বাংলাদেশ সরকারের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং চিলির সরকারের পক্ষে সই করেন সেক্রেটারি জেনারেল অ্যাম্বাসাডর অ্যালেক্স ওয়েজিগ আবদালে।  এদিন বিকালে চিলির পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি ও ভাইস-মিনিস্টার গ্লোরিয়া গঞ্জালেস এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। চিলি ও বাংলাদেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে তরুণ কূটনীতিকদের ডিপ্লোম্যাটিক ট্রেনিংয়ের বিষয়ে একটি সমঝোতা স্মারকের বিষয়ে সিদ্বান্ত গৃহীত হয়। চিলির ফরেন সার্ভিস একাডেমি ‘আন্দ্রেজ বেলো’তে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বাংলাদেশের পররাষ্ট্রনীতি বিষয়ে একটি বক্তৃতা দেন। দক্ষিণ আমেরিকায় দেশের একমাত্র কূটনৈতিক মিশন ব্রাসিলিয়ায় বাংলাদেশ দূতাবাস চিলির সমবর্তী দায়িত্বপ্রাপ্ত।

 

সর্বশেষ খবর