শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা
অষ্টম কলাম

গার্মেন্ট শ্রমিকদের অবরোধ, যানজট

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শেওড়াপাড়ায় মূল সড়ক অবরোধ করে গার্মেন্ট স্থানান্তরের প্রতিবাদ ও বকেয়া বেতন আদায়ের দাবিতে আন্দোলন করেছেন জে কে ফ্যাশন গার্মেন্টের শ্রমিকরা। গতকাল দ্বিতীয় দিনের মতো সকাল সোয়া ৮টা থেকে শেওড়াপাড়ার দুই পাশের সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করেন। এর ফলে সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। এতে অফিসগামী মানুষ ভোগান্তিতে পড়েন। অনেকে পায়ে হেঁটে গন্তব্যে যেতে বাধ্য হয়েছেন।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, সকালে জে কে ফ্যাশন গার্মেন্টের শ্রমিকরা শেওড়াপাড়ার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। মালিক গার্মেন্টটি স্থানান্তর করে গাজীপুর নিয়ে যেতে চাচ্ছেন। কিন্তু শ্রমিকরা গার্মেন্ট স্থানান্তরের নিয়ম অনুযায়ী দুই মাসের বকেয়া বেতন ও গার্মেন্টটি খুলে দেওয়ার দাবি করছেন। শ্রমিকরা মনে করছেন, স্থানান্তরের কথা বলে মালিকপক্ষ কারখানাটি বন্ধ করে দিচ্ছেন। মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, সকাল সোয়া ৮টা থেকে জে কে ফ্যাশনের শ্রমিকরা শেওড়াপাড়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। ফলে উভয় পাশে যানচলাচল বন্ধ হয়ে যায়। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়। বেলা পৌনে ১২টা পর্যন্ত শ্রমিকরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে। পরে মালিক ও শ্রমিক পক্ষে সমঝোতা হলে শ্রমিকরা রাস্তা ছেড়ে দেন।

 

সর্বশেষ খবর