শনিবার, ৭ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

রাবিতে মাদকের থাবা

ক্যাম্পাসজুড়ে বসে মাদকের আসর শিক্ষাজীবন থেকে ছিটকে পড়ছেন অনেকে

রায়হান ইসলাম, রাবি

রাবিতে মাদকের থাবা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অবাধে চলছে মাদক সেবন। বহিরাগত ছাড়াও ক্যাম্পাসে শিক্ষার্থীদের একটি অংশ মাদক সেবনে অভ্যস্ত হওয়ায় পড়াশোনা থেকে ছিটকে পড়ছেন। ফলে মাদকের এ ভয়াবহ থাবায় দেশের স্বনামধন্য বিদ্যাপীঠে ব্যাহত হচ্ছে শিক্ষার সুষ্ঠু পরিবেশ। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, ক্যাম্পাসে মাদক সেবন নিয়ে আমরা শঙ্কিত। এ বিষয়ে প্রক্টরিয়াল টিমকে কড়া নির্দেশ দেওয়া আছে। তারা কাজ করছেন কিন্তু শঙ্কা কমছে না। খোঁজ নিয়ে জানা গেছে, ক্যাম্পাসের বিভিন্ন স্থানে অবাধে চলছে মাদক সেবন। এমনকি আবাসিক হলকক্ষে বসেও অনেক শিক্ষার্থী মাদক নিচ্ছেন। স্থানীয় বহিরাগত একটি চক্র এসব মাদক সরবরাহ করছে। ক্যাম্পাসে নিয়মিত অভিযান চালিয়েও মাদক নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে প্রশাসন। ক্যাম্পাসে এক বছরে মাদক সেবনকালে আটক হয়েছে ৫ শতাধিক শিক্ষার্থী ও বহিরাগত। অভিযোগ রয়েছে, ক্যাম্পাসে মাদকের সঙ্গে ছাত্রলীগের একটি অংশের সংশ্লিষ্টতা আছে। গত ডিসেম্বরে ক্যাম্পাসে ১২ পুঁটলি গাঁজাসহ আটক হন শাখা ছাত্রলীগের চার নেতা। মাদক আইনে তাদের নামে মামলাও হয়। তাদের একজন শেরেবাংলা          হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ। এ বছর আগস্টে তার বিরুদ্ধে ভর্তি জালিয়াতি ও অপহরণের আরেকটি মামলা হলে বিশ্ববিদ্যালয় থেকে তাকে সাময়িক বহিষ্কার করা হয়। প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ক্যাম্পাসে মাদক সেবন প্রতিনিয়ত বাড়ছে। কয়েকজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হলেও মাদক নির্মূল সম্ভব হচ্ছে না। ডজনখানেক মাদকাসক্ত শিক্ষার্থীর বিভাগ, সহপাঠী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ শিক্ষার্থীদের অধিকাংশই পরীক্ষায় একাধিকবার অকৃতকার্য হওয়ায় ইয়ার ড্রপ ও রেজাল্ট খারাপ করছে। ফলে অনেকে পড়াশোনা থেকে ঝরে পড়ছে। রাজশাহী জেলা সুজনের সভাপতি শফিউদ্দিন আহমদ বলেন, শিক্ষার্থীদের মাদক সেবন একটি ভয়াবহ সংকট। ফলে তরুণদের অপরাধ প্রবণতা বাড়ছে, ঘটছে নৈতিক স্খলন এবং তৈরি হচ্ছে জাতীয় সংকট।

সর্বশেষ খবর