শনিবার, ৭ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

জেলের জালে ৪ মণ ওজনের ডলফিন

লালমনিরহাট প্রতিনিধি

জেলের জালে ৪ মণ ওজনের ডলফিন

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় তিস্তা নদীতে ৪ মণ ওজনের একটি ডলফিন ধরা পড়েছে। ডলফিন দেখতে উৎসুক মানুষ তিস্তা চরে ভিড় করেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ভোটমারী ইউনিয়নের শৈইলমারী তিস্তার চরে জেলের জালে আটক হয় ওই ডলফিন। খোঁজ নিয়ে জানা গেছে, কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের শৈইলমারীর চরে জেলে শাহজাহান মিয়ার জালে ধরা পড়েছে ৪ মণ ওজনের একটি ডলফিন।

 এরপর কয়েকজন জেলে মিলে ডলফিনকে উঁচু স্থানে ওঠানোর কিছুক্ষণ পর সেটি মারা যায়। স্থানীয় রিফাত হোসেন বলেন, সকাল থেকে তিস্তার পানি কমে যাওয়ার সঙ্গে সঙ্গে তিস্তা নদীতে বিভিন্ন ধরনের মাছ ধরা পড়ছে। শৈলমারী চরের জেলে শাহজাহান মিয়া বলেন, জালে আটকের পর প্রথমে বড় মাছ মনে করেছি পরে ডাঙ্গায় ওঠার পর দেখি একটি ডলফিন। কিছুক্ষণ পরেই ডলফিনটি মারা যায়। এ বিষয়ে ভোটমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেন বলেন, তিস্তা নদীতে ডলফিন আটকের বিষয়টি স্থানীয় একজনের কাছে শুনেছি। এর আগে তিস্তা নদীতে জেলের জালে ৭২ কেজি ওজনের বাঘাইড় মাছ আটক হয়। পরে জেলেরা ৮০ হাজার টাকায় মাছটি বিক্রি করেন।

সর্বশেষ খবর