রবিবার, ৮ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

সমন্বিত উদ্যোগ নিতে হবে

----- ডা. মুশতাক হোসেন

সমন্বিত উদ্যোগ নিতে হবে

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মুশতাক হোসেন বলেন, অন্যান্য বছরের তুলনায় এই বছর ডেঙ্গুর প্রাদুর্ভাব অনেক আগেই এসেছে। এটা এখন সারা দেশেই ছড়িয়ে পড়েছে। এ বছর মৃত্যু ও আক্রান্ত আশঙ্কাজনকহারে বেড়েছে। ডেঙ্গুতে প্রাণহানি রুখতে সমন্বিত উদ্যোগ নিতে হবে। তিনি আরও বলেন, আসলে গত বছরের সঙ্গে এই বছরের মধ্যে ডেঙ্গু রোগী আসার ক্ষেত্রে কোনো বিরতি ছিল না। শীতকালেও আমরা রোগী পেয়েছি। এবার মৌসুম শুরু হওয়ার  এক দেড় মাস আগে থেকেই আমরা অনেক বেশি রোগী পাচ্ছি। ডেঙ্গু মোকাবিলায় যে ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেটা অনেকটা গতানুগতিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। সবাইকে সচেতন হতে হবে এবং সমন্বিত উদ্যোগ নিতে হবে।

সর্বশেষ খবর