রবিবার, ৮ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

উৎসবমুখর শিল্পের আঙিনা

সাংস্কৃতিক প্রতিবেদক

উৎসবমুখর শিল্পের আঙিনা

রাজধানীতে চলছে ১২ দিনের গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব। এ উৎসব কেন্দ্র করেই এখন মুখরিত শিল্পের সব আঙিনা।

গতকাল ছিল উৎসবের দ্বিতীয় দিন। এদিন শরতের সন্ধ্যায় নাচ, গান, আবৃত্তি ও নাটকের পরিবেশনায় জমজমাট ছিল সংস্কৃতির সূতিকাগার খ্যাত শিল্পকলা একাডেমি ও নাটক সরণি খ্যাত বেইলি রোড। দর্শকের পদচারণে মুখরিত ছিল শিল্পের আঙিনা। উৎসবের দ্বিতীয় দিনে শিল্পকলা একাডেমির তিন মিলনায়তনে তিনটি ও বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনে একটি নাটক মঞ্চায়ন হয়। এর মধ্যে সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হয় আমন্ত্রিত নাট্যদল সংস্তুব (ভারত) প্রযোজিত ‘উড়ন্ত তারাদের ছায়া’, পরীক্ষণ থিয়েটার হলে আরণ্যক নাট্যদল বাংলাদেশের ‘নানকার পালা’ এবং স্টুডিও থিয়েটার হলে বগুড়ার নাট্যদল সংশপ্তক থিয়েটারের ‘ভাগীরথীর ভাগ্যরথ’। অন্যদিকে একই সময়ে বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনে মঞ্চায়ন হয় মহাকাল নাট্যসম্প্রদায় প্রযোজিত নাটক ‘শিখ-ী  কথা’। উৎসবের নিয়মিত সাংস্কৃতিক কর্মকান্ডের অংশ হিসেবে একই সময়ে শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে নৃত্যনাট্য ‘জেনির কার্ল’ পরিবেশন করে নাচের দল কথক নৃত্য সম্প্রদায় ও গীতি আলেখ্য এবং ‘৭২-এর সংবিধান পুনঃপ্রতিষ্ঠা ও সম্প্রীতির বাংলাদেশ চাই’ পরিবেশন করে সাংস্কৃতিক সংগঠন সত্যেন সেন শিল্পী গোষ্ঠী। এর আগে বিকাল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত একাডেমির মুক্তমঞ্চের সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশুদের পর্বে নাচ, গান, আবৃত্তিতে অংশ নেয় গেন্ডারিয়া কিশলয় কচিকাঁচার মেলা, দলীয় সংগীতে অংশ নেয় সাংস্কৃতিক সংগঠন উজান ও মিরপুর সাংস্কৃতিক একাডেমি, দলীয় আবৃত্তিতে অংশ নেয় স্বরব্যঞ্জন ও প্রকাশ সাহিত্য সাংস্কৃতিক সংগঠন, দলীয় নৃত্য পরিবেশন করে বহ্নিশিখা, পথনাটক পরিবেশন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট। ১৭ অক্টোবর শেষ হবে এবারের উৎসব। গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব পর্ষদের আয়োজনে শুক্রবার শুরু হয় এ উৎসব। এটি উৎসবের ১২তম আসর।

সর্বশেষ খবর