রবিবার, ৮ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

মেঘনায় ট্রলারডুবি নারীর লাশ উদ্ধার নিখোঁজ ৫

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জের সীমান্তবর্তী মেঘনা নদীতে বাল্কহেডের ধাক্কায় নিখোঁজ ছয়জনের মধ্যে সুমনা আক্তারের (২৮) লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সকাল সাড়ে ৬টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলা রমজানবেগ এলাকার নদীর পাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়। বিআইডব্লিউটিএর উপ-পরিচালক মো. ওবায়দুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত সুমনা আক্তার গজারিয়া উপজেলার দক্ষিণ ফুলদি এলাকার মফিজুলের স্ত্রী। দুর্ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন সুমনার দুই মেয়ে জান্নাতুল ফেরদৌস সাফা ও জান্নাতুল মাওয়া। এ ছাড়াও নিখোঁজ অপর তিনজন হলেন শিশু মারোয়া আক্তার (৯), সাব্বির (৪০) ও তার ছেলে ইমাদ (৭)। সাব্বির ও ইমাদের বাড়ি রংপুর জেলায়। এ ঘটনায় শিশুসহ কমপক্ষে আরও ৫ জন নিখোঁজ রয়েছে বলে দাবি স্বজনদের। নিখোঁজের স্বজনরা জানান, শুক্রবার ভ্রমণের উদ্দেশ্যে পরিবারের ১১ সদস্যদের নিয়ে মেঘনা নদীতে ট্রলারযোগে ঘুরতে বের হন। পরে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে চরকিশোরগঞ্জ এলাকায় একটি বালুবাহী বাল্কহেডের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ডুবে যায় ট্রলারটি। এ সময় ঘাটে অবস্থিত অপর ট্রলার চালকরা দ্রুত এগিয়ে গিয়ে ৫ জনকে জীবিত উদ্ধার করে। এ সময় শিশু ও নারীসহ ৬ জন নিখোঁজ হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যায় একটি ট্রলারে করে তারা নদীতে বেড়াতে এসেছিল। সন্ধ্যার পর একটি বাল্কহেডের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ট্রলারটি ডুবে যায়। সঙ্গে সঙ্গে ঘাট থেকে দুটি ট্রলার ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে উদ্ধার করে। বিআইডব্লিউটিএর উপ-পরিচালক ওবায়েদুল করিম খান  বলেন, বিআইডব্লিউটিএ, ফায়ার সার্ভিস, নৌবাহিনী, কোষ্টাগার্ড ও নৌপুলিশ একযোগে উদ্ধার অভিযান পরিচালনা করছে। নিখোঁজদের সন্ধান না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সর্বশেষ খবর