সোমবার, ৯ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

কাউন্সিলররা দল বেঁধে বিদেশ ভ্রমণে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

টানা বর্ষণে যখন রাজশাহী মহানগরীর মানুষের বেহাল অবস্থা, তখন সিটি করপোরেশনের ২৬ কাউন্সিলর দল বেঁধে গেছেন ভারত ভ্রমণে। সেখান থেকে তারা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন ভ্রমণের ছবি। তবে এই ভ্রমণে যেতে তারা সিটি করপোরেশন বা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো অনুমতি নেননি। অবশ্য ২৬ কাউন্সিলরের মধ্যে ১২ জন গতকাল দেশের উদ্দেশে রওনা হয়েছেন।  ১৪ জন আজ রওনা হবেন। ভারত ভ্রমণে থাকা কাউন্সিলর তৌহিদুল ইসলাম সুমন জানান, বিদেশ ভ্রমণে যেতে তাদের অনুমতি নিতে হয়, এমনটা জানা নেই। তিনি বলেন, ‘আমাদের পাসপোর্ট অফিশিয়াল না, ব্যক্তিগত। খরচও ব্যক্তিগত। আমরা অনেকে জানি না, অনুমতি নিতে হয় কি না।’

নির্বাচিত নতুন মেয়র দায়িত্ব নেননি বলে সিটি করপোরেশনের সার্বিক কার্যক্রমের দায়িত্বে আছেন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এ বি এম শরিফ উদ্দিন। তিনিও জানেন না এ সফরের বিষয়ে। তিনি বলেন, ‘আমাকে জানালে তো জানব। আমাকে কেউ কিছুই জানায়নি।’ রাজশাহী সিটি করপোরেশনের সর্বশেষ নির্বাচনে জয়ী মেয়র ও কাউন্সিলররা এখনো দায়িত্ব নেননি। ১১ অক্টোবর তাদের মেয়াদ শেষ হবে। ভারত ভ্রমণে যাওয়া ২৬ কাউন্সিলরের মধ্যে সাতজন সর্বশেষ সিটি করপোরেশন নির্বাচনে হেরে যান। সিটি করপোরেশনের নিয়ম অনুযায়ী, অনুমোদন ছাড়া তারা কোনোভাবেই ব্যক্তিগত বা দাফতরিকভাবে বিদেশ সফরে যেতে পারেন না। এদিকে প্রবল বৃষ্টির কারণে রাজশাহী নগরীর কয়েকটি ওয়ার্ডের বাসিন্দারা এখনো চরম দুর্ভোগের মধ্যে আছেন। ড্রেন ফুটো করে এলাকার পানি বের করার চেষ্টা করছেন ভুক্তভোগীরা। ১৫ দিন ধরে তারা এই অবস্থার মধ্যে আছেন। বাধ্য হয়ে দূষিত পানিতে চলাচলের কারণে তাদের হাত-পায়ে ঘা দেখা দিয়েছে। এই অবস্থার মধ্যেও তারা কাউন্সিলরের দেখা পাননি। কেউ তাদের খোঁজ নেয়নি।

সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, মোট ৪০ জন কাউন্সিলরের মধ্যে গত ২৯ সেপ্টেম্বর রাজশাহী সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ সরিফুল ইসলাম, ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ রজব আলী, প্যানেল মেয়র-৩ ও সংরক্ষিত ওয়ার্ড-১-এর কাউন্সিলর তাহেরা খাতুন, ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম, ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন, ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. কামরুজ্জামান, ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামান, ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্বাস আলী সরদার, ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবদুল মমিন, ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবদুস সোবহান লিটন, ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ২৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল হাসান বাচ্চু, সংরক্ষিত নারী ওয়ার্ড-২-এর কাউন্সিলর আয়েশা খাতুন, সংরক্ষিত ওয়ার্ড-৩-এর কাউন্সিলর মুসলিমা বেগমসহ মোট ২৬ জন জনপ্রতিনিধি ভারতে যান।

সর্বশেষ খবর