বুধবার, ১১ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

গঙ্গা-যমুনায় চার নাটক

সাংস্কৃতিক প্রতিবেদক

গঙ্গা-যমুনায় চার নাটক

গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসবের পঞ্চম দিনে গতকাল রাজধানীর শিল্পকলা একাডেমি ও মহিলা সমিতি মিলনায়তনে মোট চারটি নাটক মঞ্চস্থ হয়েছে।

এর মধ্যে জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হয় প্রাচ্যনাট প্রযোজিত রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক ‘অচলায়তন’, পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হয় ভারতের নাট্যদল আজকের প্রজন্ম প্রযোজিত নাটক ‘অধরা মাধুরী’, স্টুডিও থিয়েটার হলে মঞ্চায়ন হয় নাটনন্দনের নাটক ‘বিষ পবনের গীত’ এবং মহিলা সমিতি মিলনায়তনে মঞ্চায়ন হয় বাগেরহাট থিয়েটার ও ফরিদপুর থিয়েটার প্রযোজিত নাটক ‘রাজা গিলগামেশ’।

একই সময় শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে পরিবেশিত হয় মুক্তধারা সংস্কৃতিচর্চা কেন্দ্রের আবৃত্তি প্রযোজনায় ‘কথামানবী’ ও বহ্নিশিখার গীতি আলেখ্য ‘হেই সামালো’। এর আগে বিকালে মুক্তমঞ্চের সাংস্কৃতিক অনুষ্ঠানে দলীয় সংগীত পরিবেশন করে সংস্কৃতি মঞ্চ ও সুরতাল সংগীত একাডেমি। দলীয় আবৃত্তি পরিবেশন করে ঢাকা স্বরকল্পন ও শব্দাঙ্গান, দলীয় নৃত্য পরিবেশন করে স্বপ্ন বিকাশ কলা কেন্দ্র, পথনাটক পরিবেশন করে বৃত্ত নাট্যদল। ১৭ অক্টোবর শেষ হবে এ সাংস্কৃতিক উৎসব।

সর্বশেষ খবর