বুধবার, ১১ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

গার্মেন্ট শ্রমিকদের মজুরি ২৫ হাজার টাকার দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের গার্মেন্ট খাতে কর্মরত সব শ্রমিকের বেতন ন্যূনতম ২৫ হাজার টাকা করার দাবিতে মানববন্ধন করেছে গার্মেন্ট শ্রমিক আন্দোলন। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে এই দাবি জানায় সংগঠনটি। মানববন্ধনে ২৫ হাজার টাকা সর্বনিম্ন মজুরির পাশাপাশি ৬৫ শতাংশ বেসিক, ১০ শতাংশ ইনক্রিমেন্ট, পঞ্চম গ্রেডের দাবি জানানো হয়।

গার্মেন্ট শ্রমিক আন্দোলনের নেতা-কর্মীরা বলেন, বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই খাত থেকে প্রতি বছর বিপুল পরিমাণ  বৈদেশিক  মুদ্রা অর্জিত হলেও বরাবরই শ্রমিকরা শোষণের শিকার হয়। এ খাতের শ্রমিকরা তাদের প্রাপ্য বেতন পান না। সমাজে নানাভাবে তারা নিগৃহীত হন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে শ্রমিকরা কষ্টে জীবনযাপন করছে। ন্যূনতম মজুরি দাবি মেনে নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

সর্বশেষ খবর