বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ২৪২৫ জন

মারা গেছেন আরও ১৩ জন

নিজস্ব প্রতিবেদক

সারা দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যু বাড়ছে। গতকাল হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৪২৫ জন, মারা গেছেন ১৩ জন। এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৩১ হাজার ২০৪ জন। স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা যায়, গতকাল ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৭৯ জন, ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৪৬ জন। বর্তমানে সারা দেশে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৮ হাজার ৬৪৭ জন। এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ২ লাখ ৩১ হাজার ২০৪ জন। এর মধ্যে ঢাকার হাসপাতালে ভর্তি ছিলেন ৯০ হাজার ৩৯ জন। ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি ছিলেন ১ লাখ ৪১ হাজার ১৬৫ জন। হাসপাতাল থেকে এ পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ২১ হাজার ৪৩৫ জন। ডেঙ্গুজ্বরে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১ হাজার ১১২ জন।

সর্বশেষ খবর