বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা
বকেয়া বেতন দাবি

শ্রমিকদের শ্রম ভবন ঘেরাও অব্যাহত

নিজস্ব প্রতিবেদক

চার মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রম ভবন ঘেরাও কর্মসূচি অব্যাহত রেখেছেন স্টাইল ক্রাফট লিমিটেড ও ইয়াং ওয়ান্স লিমিটেডের শ্রমিকরা। গতকালও রাজধানীর শ্রম ভবনের সামনে অবস্থান করেন গাজীপুরের জয়দেবপুরের কারখানা দুটির শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তারা।

মঙ্গলবার সকাল থেকে রাজধানীর পল্টনে শ্রম ভবনের সামনে অবস্থান নেওয়া শ্রমিকরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সেখান থেকে সরবেন না। আন্দোলনরত শ্রমিকরা বলছেন, ২০১৭ সাল থেকে তাদের নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি দেওয়া হয়নি। তাদের ওভারটাইমের টাকাও দেওয়া হতো না। রানিং মাসসহ প্রায় চার মাসের বেতন দেওয়া হয়নি। তারা গত ঈদের বোনাসও পাননি। রানা নামে একজন বলেন, ২০১৯ সাল থেকে বিভিন্ন সময় কখনও ৫০ ভাগ, কখনো পুরো মাসের বেতন দেওয়া হয়নি। মন্ত্রণালয় ও শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনায় আশ্বাস দেওয়া হলেও সে আশ্বাস তারা রাখেননি। এদিকে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের কর্মকর্তারা বলছেন, আমরা আন্দোলনরত শ্রমিক-কর্মচারীদের সঙ্গে আলোচনা করব। মালিকপক্ষের বিরুদ্ধে ইতোমধ্যে মামলা হয়েছে। আলোচনা করে চেষ্টা করছি শ্রমিকরা যেন তাদের প্রাপ্য বেতন পান।

সর্বশেষ খবর